রবিবার বিজয় র‍্যালি করবে ঢাকা বিশ্ববিদ্যালয়

জুমবাংলা ডেস্ক : কয়েক ঘণ্টা পেরুলেই বিজয়ের মাস ডিসেম্বর। মহান বিজয় দিবস উদ্‌যাপন উপলক্ষে রবিবার বিজয় র‍্যালি করবে বিশ্ববিদ্যালয়টি। ঐদিন সকাল পৌনে ৮টায় র‍্যালিটি শুরু হওয়ার কথা রয়েছে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান র‍্যালির নেতৃত্বে অপরাজেয় বাংলার পাদদেশ থেকে শুরু করে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তন চত্বরে গিয়ে শেষ হবে।

র‍্যালি শেষে স্মৃতি চিরন্তন চতুরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে দেশাত্মবোধক গান (মুক্তির গান ও বিজয়ের গান) পরিবেশিত হবে।

বিজয় র‍্যালি বিশ্ববিদ্যালয়ের সিনেট-সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীগণ এই র‍্যালিতে অংশগ্রহণ করার কথা রয়েছে।