জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল রবিবার বাংলাদেশ পুলিশ একাডেমিতে ৩৬তম বিসিএস পুলিশ সদস্যদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে যোগ দিতে রাজশাহীর সারদায় যাচ্ছেন।
এদিন বেলা ১১টায় পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে তিনি অভিবাদন গ্রহণ ও প্যারেড পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমন উপলক্ষে সারদা পুলিশ একাডেমি সেজেছে নতুন সাজে। কঠোর নিরাপত্তায় ঢেকে ফেলা হয়েছে সারদা পুলিশ একাডেমিসহ আশপাশের এলাকা। পরিপাটি করে সাজানো হয়েছে একাডেমির ঐতিহাসিক প্যারেড গ্রাউন্ড।
একাডেমির ঐতিহাসিক প্যারেড মাঠে সরকারের উচ্চ পর্যায়ের বিভিন্ন দফতরের কর্মকর্তা, মন্ত্রী ও সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন বলে জানা গেছে।



