জুমবাংলা ডেস্ক : রহস্যজনক পোকার উপদ্রব দেখা দিয়েছে জঙ্গলে। গত নভেম্বরে বাড়ির বাথরুমে রহস্যজনক পোকার কামড়ে মৃত্যু হয়েছিল এক গৃহবধূর। হুগলির বৈদ্যবাটিতে ওই ঘটনার পরেই আতঙ্ক গ্রাস করেছিল গোটা এলাকার বাসিন্দাদের। আর এবার একই রকম ঘটনা ঘটল জলপাইগুড়িতে। এবার অবশ্য একজন নয়, পরপর মৃত্যু হল দুজনের। সম্পর্কে তারা দুই ভাই।
জানা গেছে, চলতি মাসের ১৪ তারিখে জলপাইগুড়ির মালবাজারের বাসিন্দা প্রদীপ দাম লাটাগুড়ি ফরেস্টে ঘুরতে গিয়েছিলেন। সেখানে একটি পোকা কামড়ায় তাঁকে। পরেরদিন পায়ে একটা ফুসকুড়ি মতো হয়। সেখান থেকেই তা বাড়তে থাকে। এরই মধ্যে প্রদীপ দামের ভাই প্রমোদ দামও একইরকম সংক্রমণে আক্রান্ত হয়। দুজনকে স্কিন স্পেশালিস্টের কাছে নিয়ে যাওয়া হলে তিনি হাসপাতালে ভরতির পরামর্শ দেন।
উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে দুজনকেই ভর্তি করা হয়। কিন্তু অবস্থার অবনতি হওয়ায় তাঁদের দুজনকে স্থানীয় একটি নাসিংহোমে ভর্তি করা হয়। সেখানে গত ২৪ ডিসেম্বর প্রদীপ দামের মৃত্যু হয়। আর রবিবার মৃত্যু হল তাঁর ভাইয়ের। যদিও ডেথ সার্টিফিকেটে মৃত্যুর কারণ হিসেবে হৃদরোগ লেখা হয়েছে।
পরিবার থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা যদিও চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলেছেন। সেই সঙ্গে গোটা অঞ্চলে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। অনেকেই বাড়ির বাইরে বেরোতেও ভয় পাচ্ছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।