লাইফস্টাইল ডেস্ক: করোনা পরিস্থিতি, দ্রব্য মূল্যের ঊর্ধ্বগতি আর দৈনন্দির নানা ঝামেলার কারণে আজকাল প্রায় সময় জীবন অতিষ্ঠ হয়ে উঠছে? ভ্যালেন্টাইনস ডে’র আগে প্রেমিকা আপনাকে ছেড়ে চলে গেছে? ট্র্যাফিক জ্যাম পরে অফিসে দেরি? বসও এসে দু’কথা শুনিয়ে গেলেন। রাগগুলো সব জমতে জমতে ক্ষোভের পাহাড়ে পরিণত হয়েছে। মন হচ্ছে যেন পুরো পৃথিবীটাকে ভেঙে তছনছ করে দিতে পারলে শান্তি হত। আপনার জীবনে এই ধ্বংসাত্মক শান্তির চাহিদা পূরণ করতেই সম্প্রতি দিল্লির গুরগাঁওতে খুলেছে ‘ব্রেকরুম’। যেখানে গিয়ে মনের সুখে ভাঙচুর করুন আর রাগ কমান।
বলা হয়ে থাকে রাগ নাকি মানুষের সবচেয়ে বড় শত্রু। এই রাগ-ক্ষোভ-হিংসার কবলে পড়েই বহু সাধারণ মানুষ অসাধারণ অপরাধ ঘটিয়ে ফেলেন। তাই মানুষের মনের এই বিপজ্জনক আবেগটিকে বাইরে বের করে এনে প্রশমিত করা খুবই প্রয়োজন। সেই তাগিদ অনুভব করেই নিজের সঙ্গী অক্ষত গোয়েলের সঙ্গে মিলে এই ব্রেকরুম খুলেছেন ভারতের সনওয়ারি গুপ্তা। নাম দিয়েছেন Ctrl.Shift.Esc। যেখানে আপনি যা খুশি তাই ভেঙে নিজের রাগ কমাতে পারেন। এর জন্য রয়েছে বিশেষ মেনুও। সূত্র: সংবাদ প্রতিদিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।