Advertisement
জুমবাংলা ডেস্ক: রাঙ্গামাটি জেলায় বন্য হাতির আক্রমণে নিহত ব্যক্তিদের পরিবারের মাঝে সরকারী ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়েছে।
বুধবার বেলা ১১ টায় রাঙ্গামাটি বনবিভাগের উদ্যোগে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এ ক্ষতিপূরণের চেক বিতরণ করা হয়।
রাঙ্গামাটি জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোঃ রফিকুজ্জামান শাহ, রাঙ্গামাটি অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ মামুন, জেলা রোবার স্কাউট সাধারণ সম্পাদক নুরুল আবসার প্রমূখ।
এ সময় রাঙ্গামাটিতে বন্য হাতির আক্রমণে নিহত দুই পরিবারের সদস্যদের মাঝে ৩ লক্ষ টাকা করে মোট ৬লক্ষ টাকার সরকারী ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।