নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শাহাবাগ এলাকায় আজ বুধবার (২৩ ডিসেম্বর) প্রাইভেটকারের ধাক্কায় অজ্ঞাত এক পথচারী নারীর (৪০) প্রাণহানি হয়েছে।
সকালের দিকে শাহাবাগ এলাকার রেলওয়ে কর্মচারী হাসপাতালের সামনে এ দুর্ঘটনাটি ঘটে।
জানা গেছে, গুরুতর আহত অবস্থায় ওই নারীকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১০টার সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, বুধবার ভোরে রেলওয়ে সরকারি কর্মচারী হাসপাতালের সামনে দিয়ে রাস্তা পার হওয়ার সময়ে একটি প্রাইভেটকার ওই নারীকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হলে। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢামেকের মর্গে রাখা হয়েছে। মৃত নারীর পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি শাহবাগ থানাকে অবিহিত করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।