Close Menu
Bangla news
    Facebook X (Twitter) Instagram
    Bangla news
    • প্রচ্ছদ
    • জাতীয়
    • অর্থনীতি
    • আন্তর্জাতিক
    • রাজনীতি
    • বিনোদন
    • খেলাধুলা
    • শিক্ষা
    • আরও
      • লাইফস্টাইল
      • বিজ্ঞান ও প্রযুক্তি
      • বিভাগীয় সংবাদ
      • স্বাস্থ্য
      • অন্যরকম খবর
      • অপরাধ-দুর্নীতি
      • পজিটিভ বাংলাদেশ
      • আইন-আদালত
      • ট্র্যাভেল
      • প্রশ্ন ও উত্তর
      • প্রবাসী খবর
      • আজকের রাশিফল
      • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
      • ইতিহাস
      • ক্যাম্পাস
      • ক্যারিয়ার ভাবনা
      • Jobs
      • লাইফ হ্যাকস
      • জমিজমা সংক্রান্ত
    • English
    Bangla news
    Home রাজবাড়ি মাঠে সবকিছু হয়, শুধু হয়না খেলাধুলা
    জাতীয় বিভাগীয় সংবাদ

    রাজবাড়ি মাঠে সবকিছু হয়, শুধু হয়না খেলাধুলা

    SazzadSeptember 14, 20193 Mins Read
    রাজবাড়ি মাঠে চটপটি ও ফুচকার দোকান। সভা-সমাবেশ না থাকলেও মাঠে বিশাল প্যান্ডেল।
    Advertisement

    গাজীপুর প্রতিনিধি : বছরজুড়ে কখনো মেলা, কখনো প্রদর্শনী। আর বিশাল প্যান্ডেল করে সভা-সমাবেশ তো আছেই। গাড়ি পার্কিং, সিএনজি-অটোরিকশার স্ট্যান্ডও রয়েছে। এই চিত্র ঐতিহ্যবাহী রাজবাড়ি মাঠের। ফলে সুবিশাল এই মাঠে খেলাধুলার তেমন সুযোগ নেই।
    ১৪ সেপ্টেম্বর প্রথম আলো- পত্রিকায় প্রকাশিত ‘খেলাধুলা ছাড়া সবকিছু হয় যে মাঠে’ শীর্ষক এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

    প্রতিবেদনে বলা হয়েছে, গাজীপুর ক্রিকেট একাডেমির (বিসিবি, লেভেল-এ) প্রশিক্ষক বিশ্বজিৎ মণ্ডল বলেন, অর্ধেক মাঠজুড়ে প্যান্ডেল তৈরি করা হয়েছে। অনুষ্ঠান শেষ হলেও সেটি খোলা হচ্ছে না। মাঠের বাকি অংশ চটপটি আর ফুচকা বিক্রেতাদের দখলে। পূর্ব পাশে অল্প একটু জায়গা খালি আছে, সেখানেই কোনো রকমে প্রশিক্ষণ দেওয়া হয়।

    এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, গাজীপুর শহরের প্রাণকেন্দ্রে কালের সাক্ষী হয়ে প্রায় অক্ষত অবস্থায় দাঁড়িয়ে আছে ঐতিহাসিক ভাওয়াল রাজবাড়ি। রাজবাড়ির পশ্চিম পাশে রয়েছে বিশাল একটি দিঘি এবং সামনে রয়েছে বিশাল একটি মাঠ। গাজীপুর শহরের আশপাশে বড় কোনো খেলার মাঠ নেই। রাজবাড়ি মাঠটিই শহর ও আশপাশের বাসিন্দাদের খেলাধুলার একমাত্র জায়গা। মাঠটির চারদিকে গ্রিল দেওয়া।

    শহরের বাসিন্দাদের বিনোদনের একটি বড় জায়গা। কিন্তু বছরের বেশির ভাগ সময় এই মাঠে চলে সভা-সমাবেশ। বৃক্ষমেলা, বস্ত্রমেলা থেকে শুরু করে এমন কোনো অনুষ্ঠান নেই, যা এই মাঠে হয় না। এ কারণে বছরের বেশির ভাগ সময় মাঠের অর্ধেক অংশজুড়ে প্যান্ডেল থাকে। বাকি অংশজুড়ে থাকে চটপটি ও ফুচকার দোকান।

    এখন নতুন করে যুক্ত হয়েছে গাড়ি পার্কিং। এত কিছুর ভিড়ে মাঠে খেলাধুলা করার কোনো জায়গাই নেই। শহরবাসী দীর্ঘদিন ধরে খেলাধুলার জন্য মাঠটি উন্মুক্ত করে দেওয়ার দাবি জানিয়ে আসছেন।

    বৃহস্পতিবার মাঠে গিয়ে দেখা গেছে, বিশাল মাঠের পশ্চিম দিকে অর্ধেক অংশে প্যান্ডেল। এর পরের অংশে কমপক্ষে ২০টি চটপটি আর ফুচকার দোকান। পাশেই পার্ক করা হয়েছে যানবাহন।

    মাঠের পূর্ব দিকে অল্প একটু ফাঁকা জায়গায় ১০-১৫ জন ছেলে ক্রিকেট প্রশিক্ষণ নিচ্ছে। তাদের ছোড়া বল চলে যাচ্ছে চটপটি আর ফুচকার দোকানের দিকে। এতে ক্ষিপ্ত হয়ে চটপটি আর ফুচকা বিক্রেতারা তাদের দিকে তেড়ে এসে খেলা বন্ধ করতে বলেন। প্রশিক্ষক বিশ্বজিৎ মণ্ডল বলেন, এখানে খেলাধুলার কোনো পরিবেশ নেই। খেলতে এলে ব্যবসায়ীরা তাদের দিকে ক্ষিপ্ত হয়ে আসেন।

    গাজীপুরের দক্ষিণ ছায়াবীথি এলাকার বাসিন্দা মজিবুর রহমান বলেন, ‘অনেক এলাকায় খেলাধুলার মাঠ নেই, তারা আফসোস করে। আর আমাদের মাঠ থাকার পরও ছেলেমেয়েরা খেলাধুলা করতে পারছে না, এটা খুবই দুঃখজনক।’

    স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, গাজীপুর শহরের আশপাশের কয়েকটি ওয়ার্ডের বাসিন্দাদের কোনো খেলার মাঠ নেই। রাজবাড়ি মাঠটি দখলমুক্ত করা গেলে সবাই খেলাধুলার সুযোগ পেত। মাঠটি দখলমুক্ত থাকলে বাসিন্দারা সকাল–বিকেল এখানে হাঁটাচলা বা ব্যায়ামও করতে পারবেন। অনেক দিন ধরে তাঁরা মাঠের পরিবেশ ফিরিয়ে আনার দাবি জানালেও এটি এখন পর্যন্ত হচ্ছে না। একদিন অনুষ্ঠান হলে কমপক্ষে তিন–চার মাস মাঠে প্যান্ডেল থাকে।

    গাজীপুরের হাড়িনাল হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. জোবায়ের জানায়, মাঠে খেলাধুলা করার কোনো পরিবেশ নেই। পরিবেশ ফিরিয়ে আনা প্রয়োজন। গাজীপুর ক্রিকেট একাডেমির ছাত্র মো. বায়েজিদ জানায়, কিছুক্ষণ খেলার পর চটপটির দোকানদারেরা খেলতে দেন না। তাঁরা বলেন, আর খেলার দরকার নেই, বাড়ি চলে যাও।

    জানতে চাইলে গাজীপুরের জেলা প্রশাসক এস এম তরিকুল ইসলাম বলেন, ‘মাঠটিতে খেলাধুলার পরিবেশ ফিরিয়ে আনার জন্য কাজ করছি। প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে দোকানপাট উচ্ছেদ করা হবে। এ ছাড়া মাঠের প্যান্ডেল খুলে ফেলার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কয়েক দিনের মধ্যে মাঠে খেলাধুলার পরিবেশ ফিরে আসবে।’

    জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
    ‘জাতীয় খেলাধুলা বিভাগীয় মাঠে রাজবাড়ি শুধু সবকিছু সংবাদ হয়, হয়না
    Related Posts
    shyllet

    ওসমানী বিমানবন্দরে চালু হলো ফ্রি টেলিফোন ও ওয়াই-ফাই সেবা

    September 6, 2025
    কাদের সিদ্দিকী

    টাঙ্গাইলে সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

    September 6, 2025
    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে

    ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে যাত্রীবাহী বাস উল্টে আহত ২০

    September 6, 2025
    সর্বশেষ খবর
    shyllet

    ওসমানী বিমানবন্দরে চালু হলো ফ্রি টেলিফোন ও ওয়াই-ফাই সেবা

    Eswatini deportation

    Trump Administration Designates Eswatini for Migrant Abrego’s Deportation

    Marvel Rivals Twitch Drops

    Marvel Rivals Twitch Drops Unlock Free Blade Will of Galacta Skin in Season 4

    Ohio State vs Grambling

    What Channel Is Ohio State vs Grambling on Today? TV, Time, and Streaming Info

    iPhone 17 event

    iPhone 17 Pro Event: Key Upgrades, Pricing Leaks, and Launch Details Revealed

    Harvard research funding

    Harvard Wins Court Battle But Faces Ongoing Federal Funding Fight

    কাদের সিদ্দিকী

    টাঙ্গাইলে সভায় বক্তব্য দেওয়ার সময় অসুস্থ হয়ে পড়লেন কাদের সিদ্দিকী

    আইফোন 17

    আইফোন 17 লাইনআপে চারটি মডেল: আসছে নতুন ডিজাইন এবং ফিচার

    Charlie Sheen Netflix documentary

    Charlie Sheen Opens Up on Past Struggles in Candid Netflix Documentary

    সেরা ৫ আইফোন ফাস্ট চার্জার

    ব্যবহারকারীর রিভিউয়ে সেরা ৫ আইফোন ফাস্ট চার্জার

    • About Us
    • Contact Us
    • Career
    • Advertise
    • DMCA
    • Privacy Policy
    • Feed
    • Banglanews
    © 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

    Type above and press Enter to search. Press Esc to cancel.