জুমবাংলা ডেস্ক: রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রধান প্রকৌশলী আশরাফুল হক ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছেন।
রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এএফএম আঞ্জুমান আরা বেগম বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রধান প্রকৌশলী আশরাফুল হক দাপ্তরিক কাজের জন্য ঘন ঘন রাজশাহী-ঢাকা যাতায়াত করছিলেন। এরইমধ্যে হঠাৎ তিনি অসুস্থ বোধ করেন। ডেঙ্গু জ্বরের লক্ষণও অনুভব করেন। এ অবস্থায় তার প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এরপরই বৃহস্পতিবার আশরাফুল হকের ডেঙ্গু আক্রান্তের বিষয়টি চিকিৎসকরা নিশ্চিত করেছেন।
তিনি জানান, প্রধান প্রকৌশলীর অবস্থা গুরুতর নয়। এজন্য নিজ বাসাতেই চিকিৎসা চলছে। চিকিৎসকের পর্যবেক্ষণে আছেন তিনি।
এদিকে বৃহস্পতিবার রাতে ডেঙ্গু আক্রান্ত প্রকৌশলী আশরাফুল হককে বাসায় দেখতে যান রাসিকের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা তার চিকিৎসার খোঁজ খবর নেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।