জুমবাংলা ডেস্ক : ভোলার বোরহানউদ্দিনের কাচিয়া ইউনিয়নের ৫ জিনের বাদশাকে আটক করে নিয়ে গেছে ঢাকার সবুজবাগ থানা পুলিশ।
শনিবার দিবাগত রাতভর উপজেলার কাচিয়া ইউনিয়নের ৪ ও ৫নং ওয়ার্ডে অভিযান চালিয়ে কথিত ৫ জিনের বাদশাকে আটক করে তারা।
আটককৃতরা হলেন- মহিজল দফাদারের ছেলে মো. অহিদ, লোকমান মিয়ার ছেলে আ. রাজ্জাক, মো. দানিসের ছেলে মো. রাশেদ, হাবিবুল্লাহ দফাদারের স্ত্রী গোলেনুর বেগম।
কথিত জিনের বাদশাহদের আটকের সংবাদ পেয়ে স্থানীয় সংবাদকর্মীরা তথ্য নিতে থানায় গেলে অভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা আটকের তথ্য না দিয়ে আসামিদের মাইক্রোবাসে তুলে দ্রুত স্থান ত্যাগ করেন।
বোরহানউদ্দিন থানা পুলিশের মাধ্যমে অভিযান পরিচালনাকারী সদস্যদের মধ্যে সবুজবাগ থানার এসআই মো. মামুন মিয়ার মোবাইল নম্বর সংগ্রহ করে তাকে ফোন দিলে সাংবাদিক শুনে প্রথমে ফোন কেটে দেয়। পরে আবার ফোন দিলে কথা বলবে বলে পুনরায় ফোন কেটে দেন।
এদিকে সবুজবাগ থানা পুলিশের এমন আচরণে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয় সংবাদকর্মীরা। এ ব্যাপারে জানতে সবুজবাগ থানার ওসির সরকারি মোবাইল নম্বরে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেননি।
বোরহানউদ্দিন থানার ওসি মো. শাহিন ফকির জানান, আটককৃতদের নামে সবুজবাগ থানায় একটি প্রতারণা মামলা রয়েছে। যার নং ২১, তারিখ ১৫/০৮/২২। এরা সবাই জিন প্রতারক। এদের বিরুদ্ধে বোরহানউদ্দিন থানায়ও জিন প্রতারণার মামলা রয়েছে। সবুজবাগ থানা পুলিশের অভিযান পরিচালনায় তাদের সাথে বোরহানউদ্দিন থানা পুলিশের এসআই মেজবাহ সহযোগিতা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।