স্পোর্টস ডেস্ক: হকি প্রো লিগ ২০২২-২৩ মৌসুমের নারীদের লড়াইয়ে আজ মুখোমুখি হতে যাচ্ছে শক্তিশালী আর্জেন্টিনা ও চীন। মৌসুমের ৪৮তম ম্যাচ এটি। পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থান আরও মজবুত ম্যাচটি যেমন আর্জেন্টিনার মেয়েদের জন্য গুরুত্বপূর্ণ তেমনি প্রতিশোধ নিতে চাইছে চীনও।
শুক্রবার (১২ জুন) নেদারল্যান্ডসের আইন্ডহোভেনে বাংলাদেশ সময় রাত ৯টা ১০ মিনিটে অনুষ্ঠিত হবে ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস সিলেক্ট-২।
চলতি মৌসুমে এখন পর্যন্ত ১৩ ম্যাচ খেলে আর্জেন্টিনার মেয়েদের জয় আট ম্যাচে। তাদের পয়েন্ট সংখ্যা ২৬। অপরদিকে চীনের মেয়েরা ১৪ ম্যাচে দুই জয়ে ১০ পয়েন্ট নিয়ে রয়েছে টেবিলের সপ্তম স্থানে।
এর আগে শুক্রবার (৯ জুন) একই মাঠে মুখোমুখি হয় দল দুইটি। ওই ম্যাচে এশিয়ান দলটিকে ২-১ গোলে হারিয়েছে লাতিন আমেরিকার মেয়েরা। চার কোয়াটারের ম্যাচে প্রথম দুই কোয়াটারই ছিল গোলহীন। তবে তৃতীয় কোয়াটারে (৩৬ তম মিনিটে) ফিল্ড গোল করেন আর্জেন্টিনার থোম ডেলফিনা।
চতুর্থ ও শেষ কোয়াটারের ষষ্ঠ মিনিটে (৫১ তম মিনিটে) চীনের ঝাং এর গোলে সমতায় ফেরে ম্যাচ। এসময় ম্যাচে শুরু হয় তুমুল উত্তেজনা। তবে ৫৯ মিনিটে রাপোসো ভ্যালেন্টিনার গোলে জয় নিশ্চিত হয়ে যায় আর্জেন্টিনার। শেষ পর্যন্ত তারা ২-১ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে।
এদিকে, হকি প্রো লিগ ২০২২-২৩ মৌসুমের পুরুষদের লড়াইয়ে স্বাগতিক নেদারল্যান্ডস ও অস্ট্রেলিয়া। একই ভেন্যুতে বাংলাদেশ সময় রাত রাত ১১টা ৪০ মিনিটে মাঠে গড়াবে এই ম্যাচটি। খেলাটি সরাসরি সম্প্রচার হবে স্টার স্পোর্টস সিলেক্ট-২।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।