আন্তর্জাতিক ডেস্ক : সোমবার বিকেলে রান্নাঘরে রান্না সারছিলেন গৃহকর্ত্রী। আচমকাই ফোঁস শব্দ। ঘাড় ঘোরাতেই নজরে এল মেঝের গর্ত থেকে উঁকি মারছে গোখরো সাপ। চিৎকার করে রান্নাঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন তিনি। হুলস্থুল পড়ে যায় ভারতের জলপাইগুড়ির ময়নাগুড়ির উত্তর মাধবডাঙ্গা এলাকায় স্বপন সাহার বাড়িতে। ছুটে আসেন পড়শিরা।
ঘরের ভিতর গোখরো সাপ। আতঙ্কে সবাই বেরিয়ে আসেন বাইরে। খবর দেওয়া হয় ময়নাগুড়ি পরিবেশপ্রেমী সংগঠনের কর্মীদের। সাহেব দাস নামে এক কর্মী ঘটনাস্থলে পৌঁছন। তিনি সাপটিকে রান্নাঘরের গর্ত থেকে উদ্ধার করেন। তারপরেই দেখতে পান গর্তের মধ্যে রয়েছে ১৮ টি সাপের ডিম। সাপটিকে উদ্ধার করে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়ার পর সরিয়ে ফেলা হয় ডিমগুলিও।
পরিবেশপ্রেমী সংগঠনের সম্পাদক নন্দু রায় বলেন, “উত্তর মাধবডাঙা এলাকায় স্বপন সাহার বাড়িতে একটি গোখরো সাপ দেখা যায়। আমাদের খবর দেওয়া হলে আমরা সাপটিকে উদ্ধার করি। ১৮টি তাজা ও চারটি নষ্ট ডিম উদ্ধার করা হয়। ডিমগুলিকে বনদফতরের হাতে তুলে দেওয়া হবে। সাপটিকে নিরাপদ স্থানে ছেড়ে দেওয়া হয়েছে।”
গরম ও বর্ষায় প্রতিবছরই সাপের উপদ্রব বাড়ে। অনেক সময়েই বাড়ির আনাচকানাচে দেখা যায় বিষধর সাপ। সময়ে নজরে না আসায় প্রাণ দিয়ে তার খেসারতও দিতে হয় অনেককেই। এবারও গরম পড়তেই সাপের আতঙ্ক। নন্দু রায়ের পরামর্শ, আতঙ্কিত না হয়ে সাপ নজরে এলেই তাঁদের খবর দেওয়া হোক। পরিবেশকর্মীরা যে কোনও সময় মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।