জুমবাংলা ডেস্ক : ফিলিস্তিনের গাজা উপত্যকার রাফাহ থেকে দুই জিম্মিকে নিরাপদে উদ্ধারের দাবি করেছে ইসরায়েল।
মিশর সীমান্তবর্তী ওই শহরে এক বিশেষ অভিযান চালিয়ে তাদেরকে উদ্ধার করা হয় বলে দাবি করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।
তারা হলেন- ফার্নান্দো সাইমন মারমান (৬০) ও নরবার্তো লুই হার (৭০)। তারা শারীরিকভাবে ভাল অবস্থায় রয়েছেন বলে জানা গেছে। তবে স্বাস্থ্য পরীক্ষার জন্য এরই মধ্যে তাদেরকে ইসরায়েলের রামাত গান সেবা মেডিকেল সেন্টারে নেওয়া হয়েছে।
গত বছরের ৭ অক্টোবর ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের নজিরবিহীন অভিযানে ইসরায়েলের কিবুতজ নির ইতজাক থেকে তাদেরকে জিম্মি করা হয়েছিল।
দীর্ঘ চার মাসেরও বেশি সময় পর স্থানীয় সময় সোমবার ভোরে আইডিএফ, শিন বেট এবং ইসরায়েল পুলিশের যৌথ অভিযানে তাদেরকে রাফাহ থেকে উদ্ধার করা হয়।
/ জেরুজালেম পোস্ট
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।