রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের আয়োজনে ‘পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগ ‘পপুলেশন অ্যান্ড সাস্টেইনেবল ডেভেলপমেন্ট: ইস্যু অ্যান্ড চ্যালেঞ্জেস ইন বাংলাদেশ’ বিষয়ক জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে এই সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক এম আব্দুস সোবহান।
বিভাগের সভাপতি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী মো. জাকারিয়া এবং ইউএনএফপিএ এর বাংলাদেশ প্রতিনিধি ড. এমএস আসা টোরকেলসন। বিভাগের সহযোগী অধ্যাপক ড. সুমাইয়া আবেদীন এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম খান, কি-নোট বক্তব্য দেন পরিসংখ্যান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সামাদ আবেদীন।
সম্মেলনে চারটি টেকনিক্যাল সেশনে ২৪টি প্রবন্ধ উপস্থাপিত হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রভাষ কুমার কর্মকার, প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দসহ, দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও গবেষক উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।