আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার পশ্চিমে বেলগোরোড অঞ্চলে ইউক্রেনের হামলায় একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং কমপক্ষে পাঁচজন আহত হয়েছে। গভর্নর ভিয়েচেস্লাভ গ্ল্যাডকভ টেলিগ্রাম চ্যানেলে এ তথ্য জানিয়েছেন।
গভর্নর ভিয়েচেস্লাভ রবিবার লিখেছেন, ‘আমাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বেলগোরোড শহর এবং বেলগোরোড অঞ্চলে কাজ করেছে। তবে মাটিতে ক্ষয়ক্ষতি হয়েছে।
এ মুহূর্তে চারজন নিহতের নাম জানা গেছে। মেডিক্যাল টিম তাদের হাসপাতালে নিয়ে যাচ্ছে। আমি ঘটনাস্থলে আছি। আরো বিস্তারিত পরে জানানো হবে। ‘
গভর্নর তার টেলিগ্রাম চ্যানেলে লিখেছেন, বেলগোরোড শহরে চারজন আহত হয়েছেন। ‘আমি ঘটনাস্থলে তাদের দুজনের সঙ্গে কথা বলেছি। একজন পুরুষ পিঠে আঘাত পেয়েছেন, আর একজন নারীর মুখে ক্ষত হয়েছে। তবে দুটি শিশু অলৌকিকভাবে বেঁচে গেছে। ‘
হামলায় ১৪টি বাড়ি ও ৯টি গাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানিয়েছেন গভর্নর ভিয়েচেস্লাভ। এ ছাড়াও আঞ্চলিক রাজধানীর উপকণ্ঠে একজন নিহত এবং অন্য একজন আহত হয়েছে। সেখানে একটি পোল্ট্রি ফার্ম ক্ষতিগ্রস্ত হওয়ার কথাও জানান তিনি।
বেলগোরোড অঞ্চল এবং ইউক্রেনের মধ্যে সীমান্ত রয়েছে। ফেব্রুয়ারির শেষের দিকে কিয়েভের বিরুদ্ধে মস্কোর সামরিক অভিযান শুরুর পর থেকে ইউক্রেনের সীমান্তবর্তী রাশিয়ার অঞ্চলগুলো বারবার আক্রমণের শিকার হয়েছে। এর মধ্যে বেলগোরোড এবং ব্রায়ানস্ক অঞ্চল অন্যতম।
সূত্র : আরটি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।