স্পোর্টস ডেস্ক : রাশিয়ার হামলায় বিধ্বস্ত গোটা ইউক্রেন। ধ্বংসস্তুপে পরিণত হয়েছে গোটা দেশ। এই পরিস্থিতিতে কী হবে তা ভবিষ্যৎ ঠিক করলেও, খেলার মাঠে কিন্তু রাশিয়াকে যোগ্য জবাব দিল ইউক্রেন। টেনিস কোর্টে রাশিয়াকে কার্যত উড়িয়ে দিলেন ইউক্রেনের নারী টেনিস তারকা এলিনা সভিতোলিনা। রাশিয়ার টেনিস খেলোয়াড় আনাস্তাসিয়া পোতাপোভা মেক্সিকোর মন্টেরে-তে সরাসরি সেটে হারালেন এলিনা।
রাশিয়ার হামলার প্রতিবাদে আগে থেকেই নেট মাধ্যমে সরব হয়েছিলেন এলিনা সভিতোলিনা। মেক্সিকোর মন্টেরে-তে নামার আগেই তিনি জানিয়ে দিয়েছিলেন কোনও রাশিয়ার খেলোয়ারেড় বিরুদ্ধে খেলবেন না তিনি। একইসঙ্গে আয়োজকদের কাছে রাশিয়ার খেলোয়াড়দের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ারও দাবি জানান এলিনা। নিজের দাবির ক্ষেত্রে জয় পান তিনি। নারীদের টেনিস সংস্থা ডব্লিউটিএ জানিয়ে দেয়, রাশিয়ার প্রতিযোগীরা নিজের দেশের নাম বা পতাকা নিয়ে খেলতে পারবেন না। এই সিদ্ধান্তের পরই রাশিয়ার আনাস্তাসিয়া পোটাপোভা বিরুদ্ধে টেনিস কোর্টে নামতে রাজি হন এলিনা।
দেশের নাম বা পতাকা না থাকলেও রাশিয়ার প্রতিপক্ষকে দেখে প্রথম থেকেই জ্বলে ওঠেন এলিনা। গোট মঙ্গলবার দেশের পতাকার রঙের পোশাক (হলুদ গেঞ্জি ও নীল স্কার্ট) পড়ে কোর্টে নেমেছিলেন সভিতোলিনা। প্রথম রাউন্ডে রুশ প্লেয়ার আনাস্তাসিয়া পোতাপোভাকে পাত্তাই দেননি এই ইউক্রেনিয়ান টেনিস সুন্দরী। পোতাপোভাকে সরাসরি সেটে হারিয়ে (৬-২. ৬-১ গেমে) সভিতোলিনার হুংকার, দেশের জন্য মিশনে রয়েছেন তিনি।
প্রথম রাউন্ড জিতে বিশ্ব র্যাঙ্কিংয়ের ১৫ নম্বর এই খেলোয়াড় জানান, এই টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থ ইউক্রেনের সেনাবাহিনীকে দিয়ে দেবেন তিনি। ম্যাচ জিতে ২৭ বছর বয়সী সভিতোলিনা বলেন, দেশের জন্য মিশনে নেমেছি আমি। খুব মন খারাপ। কিন্তু এখানে টেনিস খেলতে পেরে ভালো লাগছে।
সভিতোলিনা বলেন, ইউক্রেনের পাশে দাঁড়ানোর জন্য আমাদের টেনিস সম্প্রদায়কে ঐক্যবদ্ধ করতে চাই। দেশকে সাহায্য করতে চাই। ইউক্রেনের সবাই ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। আমি এ কারণেই এখানে এসেছি। এ কারণেই আমি দেশের হয়ে খেলছি। আমার মঞ্চ কাজে লাগিয়ে যত বেশি সম্ভব মানুষকে ইউক্রেনকে সমর্থন করতে উদ্বুদ্ধ করার সর্বোচ্চ চেষ্টা করছি আমি। আমি ইউক্রেনের সেনাবাহিনী ও সাধারণ মানুষকে সাহায্য করার জন্য খেলছি। এখানে আমি যে কয়টি জয় পাব তার প্রতিটিই খুব বিশেষ কিছু হতে চলেছে।
শুরুতে অবশ্য রাশিয়ান পোতাপোভার বিপক্ষে খেলতে রাজি হননি সভিতোলিনা। পরে ডব্লিউটিএ ও এটিপি রাশিয়া এবং বেলারুশের খেলোয়াড়দের তাদের দেশের নাম নিষিদ্ধ করে নিরপেক্ষ ক্রীড়াবিদ হিসেবে খেলতে বলায় সিদ্ধান্ত পাল্টান তিনি। ইউক্রেন আক্রমণকে সমর্থন দেয়ায় রাশিয়ার সঙ্গে বেলারুশের টেনিস ফেডারেশনকে আন্তর্জাতিক দলীয় প্রতিযোগিতা থেকে নিষিদ্ধ করেছে ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন।
মেক্সিকোতে দ্বিতীয় রাউন্ডে বুলগেরিয়ার কোয়ালিফায়ার ভিক্টোরিয়া তোমোভার মুখোমুখি হবেন ২০১৯ সালে উইম্বলডন ও ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট এলিনা সভিতোলিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।