আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনের চারটি অঞ্চল রুশ নিয়ন্ত্রণে নেওয়ার পাল্টা ব্যবস্থা হিসেবে মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সময় শুক্রবার এই নতুন নিষেধাজ্ঞা দেওয়া হয়।
হোয়াইট হাউজ এক বিবৃতিতে জানিয়েছে, যুক্তরাষ্ট্র রাশিয়ার বিরুদ্ধে তীব্র ব্যবস্থা নিচ্ছে, রাশিয়াকে যার কড়া মূল্য দিতে হবে।
এক বিবৃতিতে বাইডেন জানিয়েছেন, ‘জালিয়াতের মাধ্যমে ইউক্রেনের স্বাধীনভূমি রাশিয়ার আত্তীকরণের বিষয়েও নিন্দা জানাচ্ছে রাশিয়া। রাশিয়া এখানে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে, জাতিসংঘের সনদও লঙ্ঘন করেছে মস্কো এবং তারা সবখানেই শান্তিপূর্ণ দেশগুলির প্রতি অবজ্ঞা প্রদর্শন করছে।’
বাইডেন আরও বলেন, ‘যুক্তরাষ্ট্র ইউক্রেনের স্বীকৃত আন্তর্জাতিক সীমান্তের প্রতি শ্রদ্ধাশীল। আমরা ইউক্রেনের প্রতি সমর্থন অব্যাহত রাখব, যাতে তারা আবারও নিজেদের ভূমি সামরিক ও কূটনৈতিকভাবে নিয়ন্ত্রণ করতে পারে।’
সূত্র: আরব নিউজ
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।