জুমবাংলা ডেস্ক: কিশোরগঞ্জ জেলার হাওড় প্রধান অঞ্চলের তিন উপজেলা অষ্টগ্রাম, ইটনা ও মিঠামইনে আসন্ন পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নৌকা প্রতীক থাকছে না। রাষ্ট্রপতি আবদুল হামিদের পুত্র রেজোয়ান আহমেদ তৌফিক এমপির এসব নির্বাচনী এলাকায় আসন্ন ইউপি নির্বাচনে নৌকা প্রতীক বরাদ্দ না দেবার সিদ্ধান্ত হয়েছে।
সারা দেশে ইউপি নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের দলীয় প্রতীক নৌকা নিয়ে ভোট হলেও এ তিন উপজেলার ১৫টি ইউনিয়নে নৌকা প্রতীক থাকছে না। আর এমন সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এলাকার ভোটারদের মুখে মুখে আলোচনার পাশাপাশি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে।
এ ঘটনার সুযোগে ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে যার মতো স্বাধীনভাবে প্রার্থী হয়ে ব্যক্তি ইমেজ যাচাইয়ের সুযোগ পাচ্ছেন প্রার্থীরা। এতে দলীয় অন্তর্দ্বন্দ্ব-কোন্দল ও সংঘাত-সহিংসতা কমে আসবে বলে মনে করছেন নির্বাচন সংশ্লিষ্টরা।
এছাড়া সাধারণ ভোটাররাও বলছেন, দলীয় প্রতীক ছাড়া ভোট হলেই ভালো। এতে কলহ বিবাদ-সংঘাত অনেকটাই কমে আসবে। এমনকি প্রার্থী বেশি হলে ভোটাররা যোগ্য লোককে বেছে ভোট দেওয়ার সুযোগ পাবেন; ভোটাধিকারও প্রয়োগ করা যাবে নির্বিঘ্নে।
এ নিয়ে অষ্টগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান শহিদুল ইসলাম জেমস গণমাধ্যমকে বলেন, এ নির্বাচনে বিএনপি অংশ নিচ্ছে না। যারা আছে সবাই আওয়ামী লীগের। তাই প্রতীক বরাদ্দ দেওয়া হয়নি। এতে দলীয় লোকজনের জনপ্রিয়তা যাচাই সম্ভব হবে।
কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি কামরুল হাসান শাহজাহান বলেন, হাওড়ের তিন উপজেলা আওয়ামী লীগের ঘাঁটি। প্রার্থীরা সবাই আওয়ামী লীগের। দলীয় মনোনয়ন দেওয়া হলে নিজেদের মধ্যে মতানৈক্য ও বিরোধ দেখা দিত। তাই আওয়ামী লীগ থেকে দলীয়ভাবে মনোনয়ন দেওয়া হয়নি।
পঞ্চম ধাপে এ তিনটি হাওড় উপজেলার মধ্যে আগামী ৫ জানুয়ারি মিঠামইন উপজেলার ৭টি ও অষ্টগ্রাম উপজেলার ৮টি ইউনিয়নে ভোটগ্রহণের কথা রয়েছে।
ইতোমধ্যে পঞ্চম ধাপে অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে রংপুর বিভাগের একাংশ এবং খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন ইউপিতে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীর মনোনয়ন চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। শুক্রবার বিকালে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগ সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের মূলতবি সভায় এসব প্রার্থিদের মনোনয়ন চূড়ান্ত করা হয়। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার জনপ্রতিনিধি মনোনয়ন বোর্ডের সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।