নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) দিবাগত রাত ২টার দিকে গাজীপুরের কালীগঞ্জ-টঙ্গী সড়কের বান্দাখোলা কাজী বাড়ী এলাকায় সেভেন রিং সিমেন্টের তেলবাহী একটি ট্রাক থেকে পাইপের সাহায্যে তেল সরাচ্ছিলেন দুই খোলা তেল দোকানী। এ সময় কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজিজুর রহমান জেলায় মিটিং করে ও প্রয়োজনীয় কিছু কাজ শেষ করে ওই সড়ক দিয়ে ফিরছিলেন নিজ কর্মস্থলে। বিষয়টি তাঁর নজরে আসলে তিনি চালককে গাড়ী থামাতে বলেন। পরে তিনি গাড়ী থেকে নেমে জানতে পারেন সড়কের পাশের খোলা তেল দোকানীরা ওই গাড়ী থেকে চোরাই তেল ক্রয় করছিলেন।
সাথে সাথে থানায় ফোন করে ওই দুই দোকানীতে পুলিশের জিম্মায় পাঠান। এছাড়াও গাড়ী ও চালক-হেলপারদের বিষয়টি সেভেন রিং সিমেন্ট কারখানা কর্তৃপক্ষকে অবহিত করার পাশাপাশি গাড়ী নম্বর ও চালক-সহযোগীর নাম পাঠিয়ে দেন।
পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে করে ওই দুই খোলা তেল দোকানীর প্রত্যেককে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আজিজুর রহমান এ দান্ডাদেশ প্রদান করেন।
দন্ডপ্রাপ্তরা হলো উপজেলা তুমলিয়া ইউনিয়নের বান্দাখোলা গ্রামের আগর আলীর ছেলে মো. রুবেল মিয়া (৩১) ও একই গ্রামের ইস্কাদার মাতবরের ছেলে মাসুদ মাতবর (৩৫)।
ভ্রাম্যমান আদালতের বিচারক মো. আজিজুর রহমান জানান, পেট্রোলিয়াম আইন ২০১৬ এর ২০ ধারা লংগনের জন্য দুই জনকে দন্ডিত করা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান ভ্রাম্যমান আদালতের ওই বিচারক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।