ট্রাভেল ডেস্ক : কানাডা আগামী ৩ বছরের মধ্যে ১২ লক্ষ অভিবাসী নিওয়ার পরিকল্পনা করছে। শুক্রবার (৩০ অক্টোবর) আল-জাজিরার একটি প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কানাডার অভিবাসন মন্ত্রী মার্কো মেন্ডিসিনো সাংবাদিকদের জানিয়েছেন, কানাডার আরও বেশি কর্মী দরকার। আর সেটা পূরণের উপায় হচ্ছে অভিবাসন। বৈশ্বিক মহামারির আগে কানাডার অর্থনীতি অভিবাসনের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়া ছিলো আমাদের সরকারের উচ্চাভিলাষী লক্ষ্য কিন্তু এখন সেটি অত্যাবশ্যক হয়ে উঠেছে।
প্রতিবেদনটিতে বলা হয়, ইউনিভার্সিটি অব ক্যালগারির গবেষক রবার্ট ফ্যালকনার এক টুইটে জানিয়েছেন, কানাডা সরকার যদি তাদের লক্ষ্যে পৌঁছাতে চায়, তাহলে আগামী তিন বছরে দেশটির অভিবাসী গ্রহণের পরিমাণ হবে ১৯১১ সালে রেকর্ড শুরুর পর থেকে সর্বোচ্চ।
মন্ত্রী এসময় সাংবাদিকদের আরো বলেন, দেশটির কেন্দ্রীয় সরকার ২০২১ সালে ৪ লাখ ১০০০, ২০২২ সালে ৪ লাখ ১১ হাজার এবং ২০২৩ সালে আরও ৪ লাখ ২১ হাজার নতুন স্থায়ী বাসিন্দা গ্রহণ করবে।
জানা গেছে, ২০২১ সালে ২ লাখ ৩২ হাজার ৫০০ জন সম্পূর্ণ নতুন অভিবাসী গ্রহণ করবে কানাডা। ইতোমধ্যেই পরিবারের সদস্য রয়েছে এমন ব্যক্তি যেতে পারবেন ১ লাখ ৩ হাজার ৫০০। শরণার্থী ও অন্য সুরক্ষিত ব্যক্তি ৫৯ হাজার ৫০০ জন এবং আরও সাড়ে পাঁচ হাজার অভিবাসীকে মানবিক কারণে গ্রহণ করা হবে।
এদিকে কানাডা করোনায় মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। দেশটিতে কমপক্ষে ২ লক্ষ ৩২ হাজার মানুষ আক্রান্ত হয়েছে এবং প্রায় ১০ হাজার মানুষ মারা গেছে।
এদিকে রেকর্ড সংখ্যা অভিবাসী নেওয়ার খবর আল জাজিরায় প্রকাশ হওয়ার পর কথা হয় অভিবাসন আইন বিশ্লেষক ও সুপ্রীম কোর্টের আইনজীবী শেখ সালাহউদ্দিন আহমেদের সাথে। বিডি২৪লাইভকে তিনি বলেন, সঠিকভাবে ফাইল প্রসেস করতে পারলে বাংলাদেশ থেকেও অনেক দক্ষ ও অভিজ্ঞ লোক লোক যাওয়া সম্ভব। অবশ্যই তাদের ইংরেজি ভাষার উপর চূড়ান্ত দক্ষতা ও ভাল পড়াশুনার পাশাপাশি কাজের উপর দক্ষতা থাকতে হবে।
এসময় তিনি কানাডা অভিবাসন নিয়ে আগ্রহীদেরকে ফ্রি আইনগত পরামর্শ দিবেন বলেও জানান। এবিষয় আরো জানতে তার সাথে যোগাযোগ করারও পরামর্শ দেন তিনি। হোয়াটসঅ্যাপ করতে পারেন, 01976549944 ও 01917240528 নম্বরে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।