স্পোর্টস ডেস্ক: দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের শেষ দিকে ক্রিজে খুঁটি গেরে বসেন বাংলাদেশের দুই ওপেনার। শেষ বেলায় উইকেট না হারানোই তাদের লক্ষ্য ছিল। আর তাতে রেগে যান বিরাট কোহলি। এমনকি মাঠেই ক্ষোভ প্রকাশ করেন ভারতের প্রাক্তন এই অধিনায়ক।
গতকাল শুক্রবার খেলার শেষ দিকে আউট না হওয়ার জন্য সময় নষ্ট করছিলেন নাজমুল হোসেন শান্ত ও জাকির হোসেন। আলো কমে এলে দিনের খেলা শেষ হয়ে যাবে এবং তারা অপরাজিত অবস্থায় সাজঘরে ফিরতে পারবেন। এমনই লক্ষ্য ছিল বাংলাদেশের ওপেনিং ব্যাটারদের।
শান্ত ও জাকির কখনও ব্যাট পরিবর্তন করছিলেন, কখনও সাজঘর থেকে জল চেয়ে পাঠাচ্ছিলেন আবার কখনও জুতোর ফিতে খুলে নতুন করে বাঁধছিলেন। আর এসবে বিরক্তি বাড়াচ্ছিল ভারতীয় ক্রিকেটারদের।
এদিকে, বাংলাদেশের দ্বিতীয় ইনিংসের ষষ্ঠ ওভারের পঞ্চম বলের পর আর নিজেকে সংযত রাখতে পারেননি কোহলি। শান্ত জুতোর ফিতে খুলে নতুন করে বাঁধতে শুরু করায় ক্ষুব্ধ হন কোহলি। নাজমুল তখন ছিলেন উইকেটের নন স্ট্রাইকার প্রান্তে।
— Guess Karo (@KuchNahiUkhada) December 23, 2022
অপরদিকে, অন্য প্রান্তে থাকা জাকিরকে জামা খোলার ভঙ্গি দেখিয়ে কোহলি বলেন, ‘তুমি তাহলে নিজের জামাটাই এবার খুলে ফেল।’ তার কথা ধরা পড়েছে স্টাম্প মাইক্রোফোনে।
বাংলাদেশের দুই ওপেনারের উদ্দেশ্য যেন সফল। শান্তর জুতো বাঁধা শেষ হওয়ার পরেই দিনের খেলা শেষ বলে ঘোষণা করেন দুই আম্পায়ার।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।