জুমবাংলা ডেস্ক: ভারত সরকারের আমন্ত্রণে রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন আজ ভারত যাচ্ছেন।
রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মো. আসাদুজ্জামান নূর এবং হীরা মোহাম্মাদ ইব্রাহিমসহ ৮ সদস্যের প্রতিনিধি দলে রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের প্রতিনিধি রয়েছেন।
এ সফরে প্রতিনিধি দলটি ভারতের রেলওয়ের বিদ্যমান ক্যাটারিং, টিকেটিং ব্যবস্থা, ট্রেনের অপারেশনসহ বিভিন্ন ব্যবস্থাপনা দেখবেন।
ভারতের লাইন অব ক্রেডিট এর অর্থায়নে চলমান প্রকল্পের বিষয় এবং ভারতের অনুদানে ১০টি ব্রডগেজ এবং ১০টি মিটারগেজ লোকোমোটিভ দ্রুত সরবরাহের বিষয় সহ একাধিক বিষয় নিয়ে ভারত সরকারের সাথে প্রতিনিধি দলটি আলোচনা করবেন।
আগামী ৮ আগস্ট বাংলাদেশের প্রতিনিধি দলটির দেশে আসার সম্ভাবনা রয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।