রেল সচিব হুমায়ুন কবীরে চুক্তির মেয়াদ বাড়ল এক বছর

জুমবাংলা ডেস্ক : রেল মন্ত্রণালয়ের সচিব থাকছেন ড. হুমায়ুন কবীরের মেয়াদ আরও ১ বছর বাড়ানো হয়েছে।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত এক প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ এর ধারা ৪৯ অনুযায়ী রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. হুমায়ুন কবীরকে তার অবসরোত্তর ছুটি ও সংশ্লিষ্ট সুবিধাদি স্থগিতের শর্তে আগামী ২০ ফেব্রুয়ারি বা যোগদানের তারিখ থেকে পরবর্তী এক বছরের জন্য একই মন্ত্রণালয়ে সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে।

আরেক প্রজ্ঞাপনের মাধ্যমে জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমলের সহকারী একান্ত সচিব হিসেবে মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে জানানো হয়, সাইমুম সরওয়ার যতদিন তার পদে থাকবেন, কিংবা মিজানুর রহমানকে তার সহকারী একান্ত সচিব পদে বহাল রাখার অভিপ্রায় পোষণ করবেন, ততদিন তার নিয়োগ আদেশ কার্যকর থাকবে।

যোগ্যতা নির্ধারণে সাংবাদিকদের দাবির সঙ্গে সরকার একমত : তথ্য প্রতিমন্ত্রী