জুমবাংলা ডেস্ক : করোনা সংক্রমণ রোধে সরকার ঘোষিত চলমান কঠোর লকডাউনের মাঝে দিনাজপুরের বিরামপুরে সরকারি আইন অমান্য করে কোচিং সেন্টার খোলা রেখে শিক্ষার্থীদের পড়ানোর দায়ে ‘হোসেন আলী সরকার মেমোরিয়াল স্কুল’ নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানে পরিচালককে অর্থদণ্ড করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১ জুলাই) দুপুরে নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার পৌরশহরের কৃষ্টচাঁদপুর এলাকায় ওই প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এসময় প্রতিষ্ঠানটির পরিচালককে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার বলেন, ‘দেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে সারা দেশে কঠোর লকডাউন ঘোষণা করেছে সরকার। এরই মধ্যে ওই বিদ্যালয়ের একটি কক্ষে বেশ কিছু ছাত্র নিয়ে কোচিং পরিচালনা করছিলেন হোসেন আলী মেমোরিয়াল স্কুল কর্তৃপক্ষ। থানা পুলিশের সহায়তায় সেখানে অভিযান পরিচালনা করা হয়। কোচিং পরিচালনা সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানের পরিচালকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং নির্দেশ দেওয়া হয়েছে পরবর্তীতে সরকারের কোন আইন বিরোধী কাজ না করতে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।