রংপুর প্রতিনিধি: বাঁধন-সরকারি বেগম রোকেয়া কলেজ ইউনিট, রংপুর জোনের সহযোগিতায় এবং লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের আয়োজনে আজ বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
এই কর্মসূচির শুভ উদ্বোধন করেন লতিফুন্নেছা ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের সভাপতি ডা: হাসমত আলী।
এ সময় উপস্থিত ছিলেন বাঁধন-সরকারি বেগম রোকেয়া কলেজ ইউনিট, রংপুর জোনের তত্ত্বাবধায়ক ও উপদেষ্টা এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক আজহারুল ইসলাম দুলাল, অত্র স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কামরুল ইসলাম, বাঁধন-সরকারি বেগম রোকেয়া কলেজ ইউনিট, রংপুর জোনের সভাপতি ছন্দা রায়, সাধারণ সম্পাদক শামিমা আক্তারসহ ১৫ জন বাঁধন কর্মী, বিশিষ্ট সমাজ সেবক আবু তালেব, নিউ মাস্টারপাড়া উন্নয়ন যুব সেচ্ছাসেবী কমিটির উপদেষ্টা আলতাব হোসেন রাজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রঞ্জু এবং সহ-সংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিয়েল।
দিনব্যাপী কর্মসূচিতে স্কুলের ছাত্র-ছাত্রীসহ সর্বস্তরের মানুষের মোট ২১২ জনকে বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি তাদেরকে রক্তদানে উৎসাহিত করেন বাঁধন-সরকারি বেগম রোকেয়া কলেজ ইউনিট, রংপুর জোনের কর্মীবৃন্দ।
‘একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’-এই স্লোগানকে বুকে ধারণ করে কাজ করে চলেছে বাঁধন-সরকারি বেগম রোকেয়া কলেজ ইউনিট, রংপুর জোনের কর্মীবৃন্দ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।