সিরিজসেরা লিটন দাস

স্পোর্টস ডেস্ক: আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে সিরিজের ট্রফি আগেই নিশ্চিত করেছিল বাংলাদেশ দল। তবু বাড়তি গুরুত্ব ছিল তৃতীয় ও শেষ ম্যাচের। কেননা এই ম্যাচ জিতলেই পাওয়া যেত বিশ্বকাপ সুপার লিগের আরও ১০ পয়েন্ট। কিন্তু বড্ড বিবর্ণ ব্যাটিং-বোলিং ও ফিল্ডিংয়ের কারণে সিরিজের শেষ ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হারলো বাংলাদেশ দল।

তবে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজটা দারুণ কেটেছে বাংলাদেশের ওপেনার লিটন দাসের। প্রথম ম্যাচে মাত্র এক রান করলেও পরের দুটি ম্যাচে নিজের জাত চিনিয়েছেন এই ডানহাতি ব্যাটার। তাই সিরিজসেরা পুরস্কার উঠেছে তার হাতেই।

দ্বিতীয় ওয়ানডেতে ১২৬ বলে ১৩৬ রানের ইনিংস খেলেন লিটন। সেই ইনিংসে ছিল ২টি ছক্কা ও ১৬টি চার। তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১১৩ বলে ৮৬ রানের ইনিংস খেলেছেন। লিটনের আজকের ইনিংসে কোনো ছক্কা না থাকলেও ছিল ৭টি দৃষ্টিনন্দন চার। তিন ম্যাচে ৭৪.৩৩ গড়ে লিটন করেছেন মোট ২২৩ রান।

সিরিজসেরার পুরস্কার নেওয়ার সময় লিটন বলেন, ‘নিজের পারফমেন্সে আমি খুশি। তবে দল জিতলে আরো বেশি ভালো লাগতো। প্রথম ১৫ ওভারে আমি আমার কাজটা করেছি, চেয়েছিলাম ৩৫ ওভার পর্যন্ত ব্যাট করতে। ৪২ ওভার পর্যন্ত ব্যাট করতে পারলে ম্যাচটি অন্যরকম হতে পারতো। আমার স্ত্রী আমাকে অনেক সমর্থন জুগিয়ে থাকে। আমি এই পুরস্কারটি তাকে উৎসর্গ করলাম। ’

সফরকারী আফগানিস্তানের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ হেরে গেছে বাংলাদেশ। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আফগানরা জয় পেয়েছে ৭ উইকেটে। বাংলাদেশের দেওয়া ১৯৩ রানের লক্ষ্যে তারা পৌঁছে যায় ৪০ দশমিক ১ ওভারেই। ফলে হোয়াইটওয়াশ এড়াতে পেরেছে আফগানরা, বাংলাদেশ জিতেছে ২-১ ব্যবধানে।