স্পোর্টস ডেস্ক : আক্রমণের পসরা মেলে শুরু থেকে শেষ পর্যন্ত একচেটিয়া আধিপত্য করল বার্সেলোনা। গোলের অসাধারণ ধারাবাহিকতায় চমৎকার এক হ্যাটট্রিকে ইতিহাস গড়লেন রবের্ত লেভানদোভস্কি। ভিক্তোরিয়া প্লাজেনকে উড়িয়ে চ্যাম্পিয়ন্স লিগে শুভসূচনা করল শাভি এরনান্দেসের দল।
ভিক্টোরিয়া প্লাজেনের রক্ষণভাগকে লন্ডভন্ড করেই বার্সার জার্সিতে নিজের প্রথম হ্যাটট্রিক তুলে নিলেন পোলিশ স্ট্রাইকার লেওয়ান্ডভস্কি। বায়ার্ন থেকে এই মৌসুমেই বার্সায় আসা এই গোলমেশিনের হ্যাটট্রিকেই উয়েফা চ্যাম্পিয়নস লিগের (উচল) প্রথম ম্যাচে চেক রিপাবলিকের ক্লাবটিকে ৫-১ গোলে বিধ্বস্ত করলো বার্সেলোনা।
বিগত কয়েক মৌসুম থেকেই উচল ব্যর্থতা যেন জেঁকে বসেছে বার্সেলোনার উপর। তার ওপর গত মৌসুমে তো গ্রুপ পর্ব থেকেই বাদ পড়ে খেলতে হয়েছে উয়েফা ইউরোপা লিগেও। মৌসুমের শুরুতে ক্লাবের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির ক্লাব ছাড়াসহ অর্থনৈতিক টানাপোড়নে বার্সার অবস্থা ছিলো যাচ্ছেতাই। সেখান থেকে মৌসুমের মাঝে বার্সা কিংবদন্তি জাভি হার্নান্দেজকে কোচের দায়িত্ব দিয়ে নিয়ে আসা হয় ন্যু ক্যাম্পে। তারপরেই যেন কাতালান ক্লাবটির ঘুরে দাঁড়ানোর শুরু। গত মৌসুমের বাকিটা সময় দলটাকে ঠিকমতো সাজিয়ে নিতেই ব্যস্ত সময় পার করেছেন জাভি। আর এই মৌসুম শুরুর আগে দলবদলের বাজারে বড় বড় বাজির দর ফেলে ক্লাবে নিয়ে এসেছেন নির্ভরযোগ্য কিছু খেলোয়াড়কে। বার্সার সবচেয়ে বড় প্রয়োজন ছিলো যেই স্ট্রাইকার, সেখানেই বায়ার্ন থেকে উড়িয়ে এনেছে লেওয়ান্ডভস্কির মতো গোলমেশিনকে। এছাড়াও লিডস থেকে ব্রাজিলিয়ান উইঙ্গার রাফিনহাসহ করেছেন আরো কার্যকরী কিছু সাইনিং।
এতোসব প্রচেষ্টার ফলই যেন এবার হাতেনাতে পাচ্ছে বার্সা, উচলের ব্যর্থতা কাটিয়ে এবার যে তারা শিরোপা জিততে কতটা উন্মুখ তাই যেন বুঝিয়ে দিলো প্রথম ম্যাচ খেলতে নেমেই। আর দলে লেওয়ান্ডভস্কির মতো একজন গোল মেশিন থাকলে প্রতিপক্ষের জাল যে অক্ষত থাকবে না সেটিও যেন প্রমাণিত।
উচলের বার্সার ‘সি’ গ্রুপে অন্য দুই প্রতিপক্ষের নাম অবশ্য বেশ শক্ত। জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ আর ইতালিয়ান জায়ান্ট ইন্টার মিলানকে নিয়ে গ্রুপ অব ডেথই এই গ্রুপকে বলাই যায়। তবে তুলনামূলক সহজ প্রতিপক্ষ ভিক্টোরিয়া প্লাজেনের বিপক্ষে আজকের ম্যাচের ৫-১ গোলের জয়ে সামনের ম্যাচগুলোর জন্য দারুণ মহড়া সেরে রাখলো কাতালান ক্লাবটি।
ন্যু ক্যাম্পে আজ পরিষ্কার ফেবারিট ছিলো বার্সেলোনায়। দলের কোচ জাভিও আগেরদিন বলেছিলেন, এবার উচলের শিরোপা জিততে চান তিনি। আজ ম্যাচের শুরু থেকেই বার্সার খেলার ছন্দে স্পষ্ট দেখা গেছে শিরোপা জেতার সেই ক্ষুধা।
Get the latest News first— Follow us on Zoombangla Google News, Zoombangla X(Twitter) , Zoombangla Facebook, Zoombangla Telegram and subscribe to our Zoombangla Youtube Channel.