আন্তর্জাতিক ডেস্ক : লেবাননের রাজধানী বৈরুতে রাসায়নিক পদার্থের গুদামে বিস্ফোরণের ঘটনায় এ পর্যন্ত দুই বাংলাদেশির মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহত দুজন হলেন—ব্রাহ্মণবাড়িয়ার মেহেদী হাসান ও শরীয়তপুরের মিজানুর রহমান। তারা শ্রমিক ছিলেন।
হতাহত অন্যান্য বাংলাদেশিদের খবর জানাতে বৈরুতে বাংলাদেশি দূতাবাসে হেল্পলাইন চালু করা হয়েছে।
বুধবার (৫ আগস্ট) দূতাবাসের এক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে।
বৈরুতে বাংলাদেশ দূতাবাস জানায়, মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বৈরুতে রাসায়নিক পদার্থের গুদামে দুটি শক্তিশালী বিস্ফোরণ ঘটে। এ বিস্ফোরণে দুজন বাংলাদেশির মৃত্যুর খবর হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে। যদি আরো কোনো বাংলাদেশির হতাহতের খবর পাওয়া যায় তবে তা দূতাবাসের হেল্পলাইন নম্বরে (+৯৬১-৮১ ৭৪৪ ২০৭) জানানোর জন্য অনুরোধ করা হয়েছে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় মারাত্মক বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা বৈরুত। এ ঘটনায় শতাধিক মানুষ নিহত এবং ৪ হাজার লোক আহত হয়েছেন। আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।