জুমবাংলা ডেস্ক : ঘূর্ণিঝড় ইয়াস ও পূর্ণিমায় জোয়ারের পানি থেকে লোকালয়ে আসছে সুন্দরবনের হরিণ। বুধবার সন্ধ্যার দিকে বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে প্রবেশ করে। তবে কুকুরের কামড়ে পরে ওই হরিণের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে হরিণঘাটা বিট কর্মকর্তা গোলাম কাওসার জানান, বুধবার সন্ধ্যায় বরগুনার পাথরঘাটার হরিণঘাটা বনাঞ্চল থেকে সাঁতার কেটে একটি হরিণ পশ্চিম চরলাঠিমারা গ্রামে প্রবেশ করে। স্থানীয়রা সেখান থেকে হরিণটি উদ্ধার করার আগেই সেখানে অবস্থান করা দুটি কুকুরের থাবায় হরিণটি জখম হয়।
পরে হরিণটি উদ্ধার করে পাথরঘাটা উপজেলা পশু সম্প্রসারণ অধিদপ্তর হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায়।
পাথরঘাটা উপজেলার প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তা ডা. অরবিন্দ দাস জানান, হরিণটি শরীরের বিভিন্ন স্থানে কামড়ের চিহ্ন রয়েছে। গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ায় হরিণটি মারা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



