জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উত্তরাঞ্চলের মঙ্গাকে জাদুঘরে পাঠিয়েছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘একসময় উত্তরবঙ্গ মঙ্গা হিসেবে পরিচিত ছিল। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মপরিকল্পনায় মঙ্গা জাদুঘরে স্থান নিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তিনবার সরকার গঠন করে ১৪ বছর ধরে দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। ১৪ বছর আগে দিনাজপুর শহর যেমন ছিল, তার থেকে আজকের চিত্র ভিন্ন।
১৪ বছর আগে দিনাজপুর থেকে যে ছেলে বিদেশে গেছে, সে দেশে ফিরে আজ দিনাজপুর শহরকে চিনছে না। যে ছেলে ১৪ বছর আগে কাঁচা মাটির বাড়ি রেখে বিদেশে গেছে, সে দেশে ফিরে দেখে পাকা বাড়ি। রাস্তাঘাট কাঁচা ছিল, আজ রাস্তাঘাট পাকা হয়েছে। ’
দিনাজপুর পৌর ও সদর উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক কাউন্সিলে আজ বুধবার দুপুরে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
আগামী এক মাসের দেশের চলমান লোড শেডিং স্বাভাবিক হবে উল্লেখ করে তিনি আরো বলেন, ‘বৈশ্বিক সমস্যার কারণে শুধু বাংলাদেশ লোড শেডিংয়ের কবলে নয়। বিশ্বের বহু দেশে আমাদের দেশের তুলনায় বিদ্যুতের লোড শেডিং বেশি হচ্ছে। সেই তুলনায় আমরা অনেক ভালো আছি। সরকার বিদ্যুতের লোড শেডিং থেকে দেশকে উত্তরণের জন্য কাজ করে যাচ্ছে। আগামী এক মাসের মধ্যে দেশের বিদ্যুতের লোড শেডিং ঠিক হয়ে যাবে। ’
অপরদিকে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী শাজাহান খান বঙ্গবন্ধু হত্যার প্রধান নায়ক জিয়াউর রহমান উল্লেখ করে বলেছেন, ‘বঙ্গবন্ধুকেসহ পরিবারে হত্যা করার পরও বাংলার জনগণের হৃদয় থেকে বঙ্গবন্ধুকে মুছে ফেলতে পারেনি ঘাতকরা। জনগণের সমর্থনে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা অনেক ত্যাগ, হয়রানি, জুলুম-নির্যাতন সহ্য করে বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ দেশে স্বাধীনতার চেতনা জাগ্রত করে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধুর স্বপ্ন সোনার বাংলা গড়তে কাজ করে যাচ্ছেন শেখ হাসিনা। ’
দিনাজপুর ইনস্টিটিউট প্রাঙ্গণে দিনাজপুর পৌর ও সদর উপজেলা শাখার ত্রিবার্ষিক কাউন্সিল সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান ফিজার।
সম্মেলনের প্রথম অধিবেশনে দিনাজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইমদাদ সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাখাওয়াত হোসেন শফিক, কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট হোসনে আরা লুৎফা ডালিয়া, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, দিনাজপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজিজুল ইমাম চৌধুরী।
সঞ্চালনায় ছিলেন দিনাজপুর শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম খালেকুজ্জামান রাজু।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।