স্পোর্টস ডেস্ক : ক্রাইস্টচার্চে (Christchurch) অনুষ্ঠিত বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেলেন নিউ জিল্যান্ডের অধিনায়ক টম ল্যাথাম (Tom Latham)। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১ উইকেট হারিয়ে কিউইদের সংগ্রহ ২৬৮ রান।
নিউ জিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামের আক্রমণাত্মক ব্যাটিংয়ে ক্রাইস্টচার্চে বাংলাদেশ দলকে প্রথম সেশন কাটাতে হয়েছে উইকেটশূন্য থেকেই। প্রথম ঘণ্টায় সতর্ক ব্যাটিং করলেও দ্বিতীয় ঘণ্টায় দাপট দেখায় নিউ জিল্যান্ড। তাতে প্রথম সেশনটা নিজেদের করে নেয় স্বাগতিকরা।
দীর্ঘ অপেক্ষার পর বল হাতে সাফল্য পেল বাংলাদেশ। ইনিংসের ৩৮তম ওভারের শেষ বলে নাঈমের হাতে ক্যাচ দিয়ে শরীফুলের শিকারে পরিণত হন উইল ইয়াং। তিনি করেন ৫৪ রান। তার ইনিংসটি ছিল ৫টি চারে সাজানো।
বিশেষ করে ল্যাথাম যেন অপ্রতিরোধ্য। দারুণ সব শটের মহড়ায় ১৮টি চারের মারে শতক পূরণ করেন ল্যাথাম। অধিনায়কত্বের ৬ টেস্টে বাঁহাতি ব্যাটারের প্রথম শতক এটিই।
তবে ল্যাথাম আউট হয়ে যেতে পারতেন প্রথম সেশনেই। এবাদতের ব্যক্তিগত প্রথম ওভারে দুইবার এলবিডব্লিউর পর রিভিউ নিয়ে বেঁচে যান এই বাঁহাতি ওপেনার।
প্রথম এলবিডব্লিউর সময় ল্যাথাম তখন ১৬ রানে। দুই বল পর আবার যখন রিভিউ নিয়ে বেঁচে যান তখন ১৮ রান। এরপর তাসকিন-শরীফুলদের ওপর রীতিমতো চড়াও হন কিউই অধিনায়ক।
এই ম্যাচে দলে নেই মাহমুদুল হাসান জয় এবং মুশফিকুর রহিম। মুশফিকের জায়গা খেলছেন সোহান। অন্যদিকে জয়ের পরিবর্তে মোহাম্মদ নাঈমের শেখের অভিষেক হলো আজ। এ বাঁহাতি ওপেনারই পেয়েছেন বাংলাদেশের ১০০তম টেস্ট ক্যাপ।
বাংলাদেশ একাদশ:
সাদমান ইসলাম, মোহাম্মদ নাইম শেখ, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, নুরুল হাসান সোহান, লিটন দাস, ইয়াসির আলি, মেহেদি হাসান, তাসকিন আহমেদ, এবাদত হোসেন ও শরীফুল ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ:
টম লাথাম, উইল ইয়ং, ডেভন কনওয়ে, রস টেলর, হেনরি নিকলস, টম ব্লান্ডেল, ড্যারেল মিচেল, কাইল জেমিসন, টিম সাউদি, নেইল ওয়াগনার ও ট্রেন্ট বোল্ট।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।