স্পোর্টস ডেস্ক : ভারতীয় ক্রিকেটে নওশাদ খানের পরিবারের বন্দনা চলছে। যেখানে তার দুই ছেলে ভারতের ক্রিকেটের সাফল্যে অবদান রাখছেন। দেশটির ঘরোয়া ক্রিকেটে রেকর্ডের পর রেকর্ড গড়ে সম্প্রতি ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে টেস্টে অভিষেক হয়েছে বড় ছেলে সরফরাজ খানের। আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলা ছোট ছেলে মুশের খান তো রঞ্জির ফাইনালে শচীন টেন্ডুলকারের পুরনো এক রেকর্ড ভেঙেছেন।
চলমান রঞ্জির ফাইনালে বিদর্ভের বিপক্ষে অসাধারণ এক ইনিংস খেলে মুশের ভবিষ্যতের তারকা হওয়ার ইঙ্গিদ দিয়েছেন। তার ৩২৬ বলে ১৩৬ রানের ইনিংস মুম্বাইকে ৫০০-র বেশি রাত তুলতে সাহায্য করে।
এই সেঞ্চুরিতে মুশের রঞ্জির ফাইনালে মুম্বাইয়ের ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটার হিসেবে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান। ১৯ বছর বয়সে এই সেঞ্চুরি করে তিনি ক্রিকেট ঈশ্বর শচীনের রেকর্ড ভাঙেন। যেখানে সেঞ্চুরি করতে মুশেরের ২৫৫ বল লেগেছিল।
সরফরাজের ছোট ভাই মুশেরের বয়স এখন ১৯ বছর ১৪ দিন। আর শচীন ১৯৯৪-৯৫ সালে পাঞ্জাবের বিপক্ষে ফাইনালে ২২ বছরের কিছু কম বয়সে সেঞ্চুরি করেছিলেন।
ছোট ভাইয়ের দারুণ এই কীর্তির পর তাকে অভিবাদ জানিয়েছেন সরফরাজ খান। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে কয়েকটি পোস্ট করেছেন তিনি। একটিতে ভাইয়ের ছবি দিয়ে ক্যাপশনে লিখেছেন, হার্ড ওয়ার্ক শের বুখা হে। অর্থ্যৎ, বাঘ ক্ষুদার্থ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।