স্পোর্টস ডেস্ক: সেমিফাইনালে খেলতে না পারার দুঃখটা পোড়াবে বাংলাদেশকে, তবে খুব বেশি পুড়বেন সাকিব আল হাসান! যদি আর একটা ম্যাচ থাকতো হাতে তাহলে হয়তবা পুরোপুরিই নিজের করে নেয়া যেত রেকর্ডটা। যদি মাঠে গড়াতো বৃষ্টিবিঘ্নিত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটা! তবে সবটুকুই হতাশার গল্প নয়। বিশ্বকাপের এক আসরে সর্বোচ্চ সাতবার অর্ধশতক কিংবা তার অধিক রান করা টেন্ডুলকারের অনন্য রেকর্ডের সমান ভাগিদার এখন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ শুক্রবার ইংল্যান্ডের লর্ডসে পাকিস্তানের বিপক্ষে ৬৪ রানে এক ইনিংস খেলেন সাকিব আল হাসান। বিশ্বকাপের এই আসরে এটি তার পঞ্চম অর্ধশত রানের ইনিংস। এছাড়াও কৃতিত্ব দেখিয়েছেন দুটি ব্যাক টু ব্যাক সেঞ্চুরি করার।
বিশ্বকাপের এই আসরে বাংলাদেশের এটি শেষ ম্যাচ। সেমিফাইনালের টিকিট না পাওয়ায় ফিরে আসতে হবে দেশে। ফেরার মুহূর্ত পর্যন্ত সর্বোচ্চ রান সংগ্রাহকের জায়গাটা ধরেই রাখলেন এই বাংলাদেশি। লিগপর্বে নিজেদের ৯ ম্যাচের মধ্যে ৮টিতে খেলেছে বাংলাদেশ। এই ৮ ম্যাচ থেকে সাকিবের সংগ্রহ ৬০৬ রান। ৭ ম্যাচ খেলা রোহিত শর্মা ৫৪৪ রান নিয়ে আছেন দ্বিতীয়স্থানে। তৃতীয়স্থানে থাকা ওয়ার্নারের সংগ্রহ ৫১৬ রান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।