জুমবাংলা ডেস্ক : প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস শনিবার সাফ চ্যাম্পিয়নশিপ বিজয়ী বাংলাদেশ মহিলা ফুটবল দলকে সংবর্ধনা দেবেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে বলে আজ প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছে।
টানা দ্বিতীয়বারের মতো সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জয় করে দেশে ফিরেই প্রাণঢালা সংবর্ধনা পেয়েছেন বাংলাদেশ নারী ফুটবল দলের সদস্যরা। বৃহস্পতিবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার পর সেখানেই দেওয়া হয় ফুলেল সংবর্ধনা।
আগের মতো এবারও ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হয় সাফ জয়ী নারী ফুটবলারদের। টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জিতে দেশে ফেরার পর ছাদখোলা বাসে করে বিমানবন্দর থেকে মতিঝিলের ফুটবল ফেডারেশনের (বাফুফে) ভবনে যান সাফ চ্যাম্পিয়নরা।
ঐতিহাসিক অর্জনের পর বাংলাদেশ দলকে বরণ করে নিতে বিমানবন্দর আগেই প্রস্তুত ছিলো। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে চ্যাম্পিয়ন ট্রফিসহ সাবিনারা বাফুফে ভবনে রওয়ানা দেয়। ঢাকা শহরের বিভিন্ন জায়গা প্রদক্ষিণ করে বাংলাদেশ দলকে বহনকারী বাসটি বাফুফে ভবনে পৌঁছায়।
এ সময় গণমাধ্যমকর্মী ছাড়াও হাজার হাজার ভক্ত সমর্থকরা ছাদখোলা বাসের আগে-পেছনে থেকে বাফুফে পর্যন্ত পৌঁছে দেয়। বিআরটিসি বাসটি চ্যাম্পিয়ন দলের খেলোয়াড়দের ছবি দিয়ে সাজানো হয়। পুরো বাসের চারদিকে বড় অক্ষরে চ্যাম্পিয়ন শব্দটি লেখা ছিল।
রাস্তার দুই ধারে দাঁড়ানোর মানুষদের আনন্দিত করেন সাবিনা, ঋতুপর্ণা, মনিকা, তহুররা। সাবিনাদের বরণ করে নিতে বাফুফে ভবনেও বিপুল সংখ্যক ভক্ত সমর্থক উপস্থিত হয়।
বাংলাদেশ নারী দলের অধিনায়ক সাবিনা খাতুন বলেন, এই শিরোপা বাংলাদেশের মানুষের জন্য। দেশের মানুষের দোয়া ও ভালোবাসা ছাড়া এই অর্জন সম্ভব হতো না। আমরা যে শিরোপা জিতেছি, তার দাবিদার তারাই। আমরা বাংলাদেশের মানুষের মান রাখতে পেরেছি। দুই বছর আগে প্রথমবারের মতো শিরোপা জিতেছিলাম।
তিনি বলেন, আমরা এটা মাথায় রেখে খেলেছি, যেন কেউ বলতে না পারে, আমরা প্রথমবার ভাগ্যের জোরে জিতে গিয়েছিলাম। এবার শিরোপা জিতে মেয়েরা প্রমাণ করেছে, তারা ভালো ফুটবল খেলতে পারে।
চ্যাম্পিয়নদের শুভেচ্ছা জানাতে বিকেল সোয়া পাঁচটা থেকে অপেক্ষায় ছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সাবিনারা আসার পর বাফুফের তৃতীয় তলায় কনফারেন্স রুমে যান উপদেষ্টা। সেখানে খেলোয়াড়দের সঙ্গে সৌজন্য দেখা করেন তিনি। তার সঙ্গে ছিলেন মন্ত্রণালয় ও এনএসসির কর্মকর্তারা।
বাংলাদেশের ফুটবল ইতিহাসে এর আগে কোনো দল টানা দুইবার সাফের শিরোপা জিততে পারেনি। এবার নতুন এক ইতিহাস গড়ে সাবিনা-ঋতুপর্ণারা।
নেপালের রাজধানী কাঠমান্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে ফাইনালে স্বাগতিকদের ২-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো সাফ ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার কৃতিত্ব অর্জন করে বাংলাদেশ। বাংলাদেশের হয়ে গোল দুটি করেন মনিকা চাকমা ও ঋতুপর্ণা। নেপালের হয়ে একমাত্র গোলটি করেন ফরোয়ার্ড আমিশা। এ নিয়ে ছয়বার হৃদয় ভাঙলো নেপালের। গত আসরেও তারা বাংলাদেশের কাছে শিরোপা হারিয়েছিল।
সাফজয়ী মেয়েদের ২০ লাখ টাকা পুরস্কার দেবে বিসিবি
সাফ চ্যাম্পিয়নশিপে শিরোপা জয়ে কৃতিত্বের স্বীকৃতিস্বরূপ নারী ফুটবল দলকে ২০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার, বিসিবি থেকে পাঠানো বিজ্ঞপ্তি এই তথ্য নিশ্চিত করেছে। এর আগে দুপুরে বিসিবি সভাপতি পুরস্কৃত করার তথ্য জানিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।