জুমবাংলা ডেস্ক: আওয়ামী লীগের তিন সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠন যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের যৌথ উদ্যোগে বিএনপি-জামায়াতের হত্যা, ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে শান্তি সমাবেশের আয়োজন করেছে। সমাবেশে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান ৫০-৬০ হাজার কর্মী নিয়ে অংশ নিয়েছেন।
শুক্রবার (২৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকারমের দক্ষিণ গেটে শান্তি সমাবেশে বিশাল মিছিল নিয়ে ‘আল্লাহ আল্লাহ’ স্লোগান দিতে দিতে সমাবেশস্থলে আসেন শামীম ওসমান।
মিছিলে নিজেই স্লোগান দিয়েছেন শামীম ওসমান, সঙ্গে তাল মিলিয়েছেন নেতাকর্মীরা। এ সময় ‘আল্লাহ আল্লাহ’ স্লোগানে মুখরিত করে তোলেন বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণ গেটের সামনে সড়ক।
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় গণমাধ্যমকে শামীম ওসমান বলেন, নারায়ণগঞ্জ থেকে ৫০-৬০ হাজার লোক এসেছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নারায়ণগঞ্জ আওয়ামী লীগ দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশনার অপেক্ষায় রয়েছে। আমাদের শক্তির উৎস হচ্ছে ওপরের রাব্বুল আলামিন এবং নিচে জনতা। আর আমাদের পরিচালক হচ্ছেন শেখ হাসিনা। ইনশাআল্লাহ জয় আমাদের সুনিশ্চিত।
তিনি বলেন, এ মাঠ প্রায় ভরে গেছে। আমরা প্রমাণ করতে চাই, নারায়ণগঞ্জের মাটি একসময় আওয়ামী লীগের ঘাঁটি ছিল এবং এখনো আওয়ামী লীগের ঘাঁটি আছে। আমরা শান্তিপূর্ণভাবে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করব।
শুক্রবার দুপুর ২টার দিকে যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সভাপতিত্বে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে শান্তি সমাবেশ শুরু হয়। প্রথমেই ‘জয় বাংলা, বাংলার জয়’ গান পরিবেশন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। এছাড়া আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম, জাহাঙ্গীর কবির নানক, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম ও সাংগঠনিক সম্পাদক মির্জা আজম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।