জুমবাংলা ডেস্ক : শাহজাহানপুর রেলক্রসিংয়ের ট্রেন লাইনচ্যুত হয়ে রাস্তা ভেঙে গেছে। এতে শাজাহানপুর থেকে মগবাজার মৌচাক সড়কে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
জানা গেছে, নিয়ন্ত্রন হারিয়ে ট্রেনের ইঞ্জিন রাস্তায় উঠে যায়। এতে কয়েকটি রিকশা ভেঙ্গে গেছে। তবে কোন ধরণের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেনটিতে কোন যাত্রী ছিলোনা।
এতে আহত বা হতাহতের কোনো ঘটনা ঘটেনি জানিয়ে ঢাকা রেলওয়ে থানা (কমলাপুর) (এসআই) মির্জা মোহাম্মদ মুক্তা জানান, ট্রেনের ধাক্কায় লাইন ঘেঁষে থাকা কয়েকটা রিকশা-ভ্যান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অন্য লাইনে ট্রেন চলাচল অসুবিধা হয়নি। এখন সব ট্রেন চলাচল স্বাভাবিক আছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


