স্পোর্টস ডেস্ক : ইনজুরির কারণে এবারের এশিয়া কাপে খেলা হচ্ছে না পাকিস্তানের তারকা পেসার শাহিন শাহ আফ্রিদির। পাকিস্তানি কিংবদন্তি শহীদ আফ্রিদি নাকি এ ব্যাপারে আগেই শাহিনকে সতর্ক করেছিলেন। হবু শ্বশুরের কথা না মানায় চোটে পড়েছেন শাহিন।
রবিবার টুইটারে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে হাজির ছিলেন শহীদ আফ্রিদি।
ভক্তরা ভালবেসে আফিদ্রিকে ‘লালা’ ডাকেন। সেখানে আবুবকর জাভেদ নামের এক ভক্ত আফ্রিদিকে লিখেন যে, শাহিনের যেহেতু চোট, সেহেতু শহীদ আফ্রিদি অবসর ভেঙে ফিরে আসুক। এর উত্তরে আফ্রিদি লিখেছেন, ‘আমি শাহিনকে আগেই বলেছিলাম, সে একজন ফাস্ট বোলার। সে যেন ডাইভ না দেয়। তাহলে চোট পেতে পারে। যদিও পরে আমি উপলব্ধি করি যে, সেও তো আমার মতোই আফ্রিদি।’
এদিকে, শাহিনের বদলি হিসেবে মোহাম্মদ হাসনাইনকে ডেকেছে পিসিবি। হাসনাইন দীর্ঘদিন ধরে জাতীয় দলের বাইরে। অবৈধ বোলিং অ্যাকশনের কারণে নিষিদ্ধ হওয়ার আগে সর্বশেষ পাকিস্তানের হয়ে খেলেছিলেন গত বছরের ডিসেম্বরে। কিছুদিন আগেই অ্যাকশন শুধরে ক্রিকেটে ফিরেছেন হাসনাইন
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।