জুমবাংলা ডেস্ক : প্রতারণা অভিযোগে গ্রেপ্তার রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান শাহেদ করিমের ব্যবহৃত গাড়ি ও ৪৮টি ব্যাংক চেকসহ তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই সহযোগী হলেন, গিয়াস উদ্দিন জালাল (৬১) ও মো. মাহমুদুল হাসান (৪০)।
শুক্রবার বিকেলে এ খবর নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
তিনি জানান, ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সাহেদের দুই সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে শাহেদের ব্যবহৃত ব্যক্তিগত গাড়ি ও বিভিন্ন ব্যাংকের ৪৮টি চেক জব্দ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


