কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারী জেলার কিশোরগঞ্জে আজ (২০ মার্চ) এক শিশু শিক্ষার্থীকে নির্মমভাবে পিটিয়ে গুরুতর আহত করেছে সোনামনি আইডিয়াল স্কুল নামে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের পরিচালক।
আহত শিক্ষার্থীর নাম রাফিউল হাসান হিমেল। সে প্রতিষ্ঠানটির ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। তাকে উদ্ধার করে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
হিমেলের সহপাঠিরা জানান, প্রতিদিনের মত রবিবার বিকালে স্কুলে বিশেষ ক্লাস চলছিল। ক্লাস চলাকালীন প্রতিষ্ঠানটির পরিচালক আলী আকবর হঠাৎ ক্লাসে প্রবেশ করে যারা ফেসবুক ও ম্যাসেঞ্জার চালায় তাদেরকে দাঁড়াতে বলেন। ক্লাসের অনেক শিক্ষার্থী দাঁড়ালেও হিমেলসহ কয়েকজন ছাত্র দাঁড়ায়নি। এ সময় পাশে থাকা এক শিক্ষক হিমেলকে দেখিয়ে বলেন-এই ছেলেও মোবাইল চালায়। এই কথা শুনে আলী আকবর হিমেলকে বাঁশের বেত দিয়ে নির্মমভাবে পেটাতে থাকে। হিমেল এবং আমরা অনুনয় বিনয় করলেও তিনি শুনেনি। মারতে মারতে তাকে রক্তাক্ত জখম করে ফেলে।
সহপাঠিরা আরও বলেন, আহত অবস্থায় আমরা হিমেলকে বাড়িতে নিয়ে যাওয়ার সময় উপজেলার মুন্সিপাড়া মোড়ে তার বাবার সাথে দেখা হয়। এ সময় হিমেল তার পড়নের শার্ট খুলে তার বাবাকে দেখালে তিনি কান্নায় ভেঙে পড়েন। এসময় স্থানীয় লোকজন জড়ো হতে থাকলে অবস্থা বেগতিক দেখে পালিয়ে যায় স্কুলটির পরিচালক আলী আকবর।
পরে আহত ছেলেকে নিয়ে উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকীর কাছে যান বাবা আঃ রউফ। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।
জানা যায়, আলী আকবর দক্ষিণ কেশবা প্রাথমিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে চাকরি করলেও অবৈধভাবে তিনি সোনামনি আইডিয়াল স্কুলটি পরিচালনা করেন।
হিমেলের বাবা আঃ রউফ বলেন, ‘মা মরা আমার ছেলেটাকে যেভাবে মারপিট করেছে, তা বর্বরোচিত। হিমেলকে যিনি নির্যাতন করেছে তাকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচার দাবি করছি।’
এ ব্যাপারে বক্তব্য নেয়ার জন্য সোনামনি আইডিয়াল স্কুলের পরিচালক আলী আকবরের মুঠোফোনে কয়েকবার যোগাযোগের চেষ্টা করা হয়। কিন্তু নাম্বারটি বন্ধ পাওয়া যায়।
উপজেলা নির্বাহী অফিসার নূর-ই-আলম সিদ্দিকী জানান, ‘আহত শিক্ষার্থীকে নিয়ে তার বাবা আমার কাছে এসেছিল। যেহেতু মারপিটের ঘটনা তাই তাকে হাসপাতালে ভর্তি ও থানায় অভিযোগ দায়েরের পরামর্শ দিয়েছি। যেহেতু প্রতিষ্ঠানটির পরিচালক একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে আছেন সেহেতু তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।’
এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।