জুমবাংলা ডেস্ক: তোমরা এখন ছোট। পড়াশোনা করে ধীরে ধীরে বড় হবে। বড় হয়ে নিজের জীবন গড়ার মধ্য দিয়ে দেশের জন্য কাজ করবে। কারণ এই দেশ আমাদের মায়ের মতো আগলে রাখে।
ইস্টার্ন ইউনিভার্সিটির (ইইউ) উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন সম্প্রতি নারায়ণগঞ্জের গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের ২০ তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে শিক্ষার্থীদের উদ্দেশে এসব কথা বলেছেন।
বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য। এর আগে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করার সময় শিক্ষক ও শিক্ষার্থীদের উপস্থিতিতে ব্যান্ড বাজিয়ে, ফুল দিয়ে তাঁকে বরণ করে নেয়া হয়।
অধ্যাপক ড. সহিদ আকতার হোসাইন বলেন, ‘এখনকার শিক্ষার্থীরাই দেশের ভবিষ্যত। আর সেই শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার কাজটি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকেরা নিরলসভাবে করে যাচ্ছেন। গিয়াস উদ্দিন ইসলামিক মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষকেরা সেই কাজটি সম্ভবত অনেক বেশি মাত্রায় করছেন।’
তিনি এই প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের শৃঙ্খলা, পরিমিতিবোধ ও ধৈর্য্যরে ভূয়সী প্রশংসা করেন।
কলেজের ভাইস প্রিন্সিপাল মীর মোসাদ্দেক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ইস্টার্ন ইউনিভার্সিটির অ্যাডমিশন বিভাগের সহকারী পরিচালক মুহাম্মদ আতিকুর রহমান ও সহকারী রেজিস্ট্রার কাজী ফারহানা ইসলাম উপস্থিত ছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।