আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশের অকৃত্রিম বন্ধু জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের মৃত্যুতে আজ বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে এক দিনের শোক পালন করা হচ্ছে।
![জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে গুলিবিদ্ধ, অবস্থা গুরুতর](https://i0.wp.com/inews.zoombangla.com/wp-content/uploads/2022/07/%E0%A6%B6%E0%A6%BF%E0%A6%A8%E0%A6%9C%E0%A7%8B-%E0%A6%86%E0%A6%AC%E0%A7%87.jpg?resize=788%2C441&ssl=1)
শিনজো অ্যাবের মৃত্যুতে আজ শনিবার বাংলাদেশের সকল সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানসহ সকল সরকারি ও বেসরকারি ভবন এবং বিদেশস্থ বাংলাদেশ মিশনসমূহে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়েছে।
জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের বিদেহী আত্মার শান্তি কামনায় আজ বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।
শুক্রবার মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপনে সরকারের এই সিদ্ধান্তের কথা জানানো হয়। সূত্র: বাসস
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।