নিজস্ব প্রতিবেদক, রাজশাহী: নগরীর শাহ মখদুম দরগা শরীফের শীর্তাতদের মাঝে কম্বল বিতরণ করেছেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) বিকালে নগরীর শাহ মখদুম দরগা শরীফে শীর্তাতদের হাতে কম্বল তুলে দেন তিনি।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কল্যাণ চৌধুরী, নেজারত ডেপুটি কালেক্টর মো. শামসুল ইসলাম, সহকারী কমিশনার অয়ন ফারহান শামস, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, দরগা এস্টেটের তত্ত্বাবধায়ক মোস্তাফিজুর রহমান এবং দরগা এস্টেটের সরকার শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।
নগরীর শাহ মখদুম দরগা শরীফের আশপাশের অসহায় মানুষ কম্বল পেয়ে নিজেদের অনুভুতি প্রকাশ করেন।
ফকির মামুন অর রশিদ নামের একজন ভিক্ষুক বলেন, ‘আমি ভিক্ষা করি। সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন গলিতে গলিতে মানুষের কাছ থেকে যা পাই তাই নিয়ে চাল, ডাল কিনে কোনোমতে চলে। এই যে শীত যাচ্ছে কেউ একটা কাপড় দেয়নি। আজ এই কম্বলই এবারের শীতের একমাত্র সম্বল।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।