নিজস্ব প্রতিবেদক: ‘‘শুধুমাত্র জিপিএ ৫-ই নয়, নীতি নৈতিকতাকেও করতে হবে জয়‘‘ শ্লোগানে ময়মনসিংগের ঈশ্বরগঞ্জে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (০৭ অক্টোবর) দুপুরে উপজেলার সোগাহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫৪ জন চলতি বছরে এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেওয়া হয়।
সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৯১ ব্যাচ আমরা কজনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালযয়ের সাবেক প্রধান শিক্ষক এ কে এম সিরাজুল হক।
এসএসসি ৯১ ব্যাচ আমরা কজনের সভাপতি মো. বাছির উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এ কে এম মিজানুল হকের পরিচালনায় এতে প্রধান আলোচক বক্তব্য রাখেন ঢাকা উত্তরার আই ই এস স্কুল এন্ড কলেজের সাবেক অধ্যক্ষ মো. মন্জুরুল হক। অনুষ্ঠনে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালযয়ের অধ্যক্ষ বিশ্বজিত কুমার বনিক। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জানা গেছে, ২০২৩ সালে সোগাহী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, কাসিমপুর উচ্চ বিদ্যালয়, ভালুকাপুর উচ্চ বিদ্যালয় ও মহেশপুর উচ্চ বিদ্যালয় এসএসসি এবং সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ৫৪ জন কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।