Advertisement
স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানের বিপক্ষে টসে জিতে ব্যাটিং করছে বাংলাদেশ। তবে ব্যাট হাতে শুরুটা ভালো হয়নি টাইগারদের।
মাসকটের আল আমিরাত স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই লিটন দাসকে হারিয়েছে বাংলাদেশ। আউট হওয়ার আগে করেছেন ৭ বলে ৬ রান। প্রতিবেদন লেখার সময় টাইগারদের স্কোর ৫ ওভারে ২ উইকেটে ২৫ রান। নাঈম ও ও সাকিব ব্যাটিং করছেন।
স্কটিশদের বিপক্ষে হারায় বিশ্বকাপটা কঠিন হয়ে গেছে বাংলাদেশের। সুপার টুয়েলভে উঠতে হলে আজ ওমানের বিপক্ষে জয়টা খুবই দরকার রিয়াদবাহিনীর।
বাংলাদেশের আজকের একাদশ: মোহাম্মদ নাঈম শেখ, লিটন কুমার দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদ উল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।