Advertisement
স্পোর্টস ডেস্ক : পয়েন্ট হারাতে, হারাতে কোনমতে রক্ষা পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ব্রাইটন অ্যান্ড হোভের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রেড ডেভিলরা।
ঘরের মাঠে অনুষ্ঠিত ম্যাচে ৪০ মিনিটে ইউনাইটেডের বিপক্ষে লিড পায় ব্রাইটন। পেনাল্টি থেকে দলকে এগিয়ে দেন স্ট্রাইকার মুপে। ৪৩ মিনিটে ম্যানইউর আক্রমণ ঠেকাতে গিয়ে লুইস ডাঙ্ক আত্মঘাতী গোল করলে সমতায় ফেরে রেড ডেভিলরা। ৫৫ মিনিটে একক নৈপূণ্যে দুর্দান্ত গোল করে ম্যানচেস্টারকে লিড এনে দেন মার্কাস র্যাশফোর্ড। ৯০ মিনিটে শলি মার্শ সমতায় ফেরান ব্রাইটনকে।
এরপর ম্যাচ শেষের বাঁশি বাজালেও ভিএআর দেখে ম্যানচেস্টার ইউনাইটেডকে পেনাল্টি দেন রেফারি। সুযোগ কাজে লাগিয়ে দলের জয় নিশ্চিত করে ব্রুনো ফার্নান্দেস।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।