জুমবাংলা ডেস্ক : পঞ্চগড়ে পৌর আওয়ামী লীগের জাতীয় শোক দিবসের কর্মসূচিতে পাঁচ শতাধিক নারী একসাথে মোনাজাতে অংশ নিয়েছেন। শনিবার (১৫ আগস্ট) বিকেলে জাতীয় শোক দিবস উপলক্ষে পৌর আওয়ামী লীগের দুই নাম্বার ওয়ার্ড শাখা জেলা শহরের উপকন্ঠে রামের ডাঙ্গা শহীদ মুক্তিযোদ্ধা হাবিবুর রহমান প্রাথমিক বিদ্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনা সভার আয়োজন করে।
আলোচনা সভা শুরুর পূর্বেই নারীরা চেয়ারে বসে যায়। চেয়ার ছাড়াও দাঁড়িয়ে দাঁড়িয়ে নারীরা প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দর্শক হিসেবে মাঠ পূর্ণ করে। ওই এলাকার নারীরা তাদের ছোট বাচ্চাদের সাথে নিয়ে এসেছে। নারীদের সাথে শিশুরাও শোক দিবসের মোনাজাতে অংশ নেয়। এ সময় মোনাজাত পরিচালনা করেন রামের ডাঙ্গা মসজিদের ইমাম মাওলানা আনিসুর রহমান। প্রায় দশ মিনিটের মোনাজাতে নারী ও শিশুরা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আত্মার মাগফেরাত কামনা করেন। এ সময় আলোচনা সভায় পঞ্চগড় পৌর আওয়ামী লীগের সভাপতি কাজি আল তারিক, সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল এবং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওসমান গনি রতন বক্তব্য রাখেন। বক্তারা জানায়, আজকের এই মোনাজাতে অংশ নেওয়া নারীদের উপস্থিতি প্রমাণ করে জাতির জনকের প্রতি আমাদের এলাকার নারীদের শ্রদ্ধা।
কাজি আল তারিক তার বক্তব্যে বলেন, শোক দিবসে আমি পঞ্চগড় সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হিসেবে আজ কয়েকটি কর্মসূচিতে অংশ নিয়েছি কিন্তু এত নারীর একসাথে মোনাজাতে কোথাও অংশ নেয়নি। তিনি উপস্থিত নারীদের উদ্দেশে বলেন, বঙ্গবন্ধু আমাদের স্বাধীনতা এনে দিয়েছে। আর ঘাতকেরা আজকের এই দিনে আমাদের জাতির জনককে হত্যা করেছে। তিনি বেঁচে থাকলে বাংলাদেশটা সোনার বাংলা হয়ে যেত।
পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম হুমায়ুন কবীর উজ্জল তার বক্তব্যে বলেন, এত নারী একসাথে শোক দিবসের অনুষ্ঠানে অংশ নেয় আমি এর আগে দেখিনি। তিনি বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট দিনটি বাংলাদেশের জন্য একটি শোকের দিন। এই দিনে শেখ মুজিবর রহমানের সাথে তার পরিবারের ছোট রাসেলকেও ঘাতকেরা হত্যা করেছিল। ইতিহাসের জঘন্যতম অধ্যায় আজকের এই দিনটি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।