নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকরা।
বুধবার (১২ মার্চ) সকাল ৮টার দিকে আন্দোলন শুরু করেন তারা। এর কিছু সময় পরে মহাসড়ক অবরোধ করেন শ্রমিকরা।
আন্দোলনরত শ্রমিকরা জানান, গোল্ডেন রিফিট গার্মেন্টস লিমিটেড কারখানার শ্রমিক জান্নাতুল ফেরদৌস তামান্নার (৩২) শিশুসন্তান অসুস্থ। তার চিকিৎসার জন্য গতকাল রাত ৯টার দিকে কর্তৃপক্ষের কাছে ছুটি চেয়েছিল। কিন্তু, তিনি ছুটি পাননি। তার পরিচয়পত্র রেখে বাড়ি যেতে বলা হয়। বুধবার ভোরে ৫টা ৪০ মিনিটে কারখানায় আসার সময় সড়ক দুর্ঘটনায় জান্নাতুল ফেরদৌস তামান্নার মৃত্যু হয়। সহকর্মী নিহতের প্রতিবাদে ওই কারখানার শ্রমিকেরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন।
জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম বলেন, ‘‘সড়ক দুর্ঘটনায় এক পোশাকশ্রমিক নিহতের ঘটনায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা রয়েছেন। শ্রমিকদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে।’’
এদিকে, বকেয়া বেতনের দাবি ও কারখানা খুলে দেওয়ার দাবিতে গাজীপুরের কয়েকটি স্থানে শ্রমিকরা বিক্ষোভ করছেন বলে জানা গেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।