নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে ইঞ্জিনের সঙ্গে বগির সংযোগের লক ভেঙে যাওয়ায় চলন্ত অবস্থায় ব্রহ্মপুত্র এক্সপ্রেসের পাঁচটি বগি বিচ্ছিন্ন হয়েছে।
রোববার (২২ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে বিষয়টি নিশ্চিত করেন শ্রীপুর রেলওয়ে স্টেশন অফিসার শামীমা আক্তার।
এর আগে বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের শ্রীপুর পৌরসভার লোহাগাছ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
সূত্র জানায়, বেলা পৌনে ১১টার দিকে শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ময়মনসিংহ-জয়দেবপুর রেল সড়কের লোহাগাছ নামক স্থানে পৌঁছানোর সময় ট্রেনের পেছনের পাঁচটি বগি আলাদা হয়ে যায়। এসময় চালক ট্রেনটি থামিয়ে দেয়। পরে বগির লক ভেঙে পড়েছে বলে নিশ্চিত হয় ট্রেনে থাকা টেকনিশিয়ানরা। এসময় ভোগান্তিতে পড়ে কয়েকশো যাত্রী। পরে ট্রেনে থাকা টেকনিশিয়ান মাধ্যমে মেরামতের পর দুপুর ১২টার দিকে পুনরায় ট্রেনটি ঢাকার দিকে ছেড়ে যায়।
শ্রীপুর রেলওয়ে স্টেশন অফিসার শামীমা আক্তার বলেন বলেন, শ্রীপুর স্টেশন থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনটি ইজ্জতপুর সেকশনে পৌঁছার আগ মুহূর্তে বগির লক ভেঙে যায়। বিষয়টি টের পেয়ে চালক ট্রেন থামিয়ে দেন। এ ঘটনায় কেউ আহত হয়নি। পরে পাওয়ার কারে থাকা নিজস্ব টেকনিশিয়ান দ্বারা মেরামতের পর পুনরায় ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।