সকালে পড়ার টেবিলে আর বিকেলে ফুচকা বেচে জিপিএ ৫ পেলেন দিনাজপুরের তাহিবুল
জুমবাংলা ডেস্ক: সকালে লেখাপড়া আর বিকেলে ফুচকা বিক্রি করে দিন কাটে তাহিবুল ইসলামের। শুরুতে বাবার সঙ্গে দোকানে সময় দিলেও বর্তমানে বাবার বয়স হওয়ায় পুরো দোকানই সামাল দিতে হয় তাকে। সংসারের খরচ আর নিজের পড়ালেখা অব্যাহত রাখতে তাহিবুল হয়ে উঠেছেন পুরোপুরি ফুচকা বিক্রেতা। তবে এত সংগ্রামের মাঝেও এবারের আলিম পরীক্ষায় বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ ৫ পেয়েছেন অদম্য এই তরুণ।
তাহিবুল ইসলাম দিনাজপর জেলার বিরামপুর পৌর শহরের পূর্বপাড়ার বাসিন্দা। বাবা বাদল হোসেন ও মা আনিসা বেগমের তৃতীয় সন্তান তিনি। বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসা থেকে ২০২২ সালের আলিম পরীক্ষায় জিপিএ ৫ পেয়েছেন তিনি। তাহিবুলের এমন সাফল্যে পরিবারের সঙ্গে সঙ্গে খুশি তার নিয়মিত ক্রেতারাও।
পৌর শহরের ঢাকা মোড় এলাকায় সড়কের পাশেই তার দোকান। ফুচকা বানাতে বানাতে তাহিবুল বলেন, ‘পঞ্চম শ্রেণি থেকেই বাবার ফুচকার দোকানে এসে বাবাকে সহযোগিতা করতাম। সকালে মাদ্রাসায় যেতাম আর বিকেল থেকে রাত ১০টা পর্যন্ত দোকানে ফুচকা আর চটপটি বিক্রি করতাম। রাতে লেখাপড়া শেষে বাবা-মায়ের সঙ্গে ফুচকা আর চটপটির উপকরণ প্রস্তুত করতাম। এভাবেই পড়ালেখা চালিয়ে যাচ্ছিলাম।’
দাখিল পরীক্ষায় জিপিএ ৪.৭৮ পেয়েছিলেন তাহিবুল। তখন জিপিএ ৫ না পেয়ে তার মন খুব খারাপ হয়। তবে শিক্ষকদের অনুপ্রেরণায় আবার ঘুরে দাঁড়ান তিনি।
বিরামপুর চাঁদপুর ফাজিল মাদ্রাসার প্রভাষক এ এস এম আশরাফুল আলম জানান, তাহিবুলের পরিবারে অনেক অভাব-অনটন রয়েছে সত্য। তবে এসব অভাব তাকে দমিয়ে রাখতে পারেনি। মানসম্মানের কথা চিন্ত না করে ফুচকা বিক্রি করেই পড়াশোনার খরচ জোগাড় করেছেন তাহিবুল।
বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পরিমল কুমার সরকার বলেন, ‘ফুচকা বিক্রির পাশাপাশি পড়াশোনা করে তাহিবুল জিপিএ ৫ পেয়েছে, এটা বিরামপুরবাসীর জন্য অনেক গর্বের বিষয়। দরিদ্র পরিবারে বেড়ে ওঠা হাজারো শিক্ষার্থীর জন্য তাহিবুল এক অনুপ্রেরণা। তাহিবুল বিশ্ববিদ্যালয় বা মেডিকেল কলেজে ভর্তির ব্যাপারে কোনো সহযোগিতা চাইলে বিরামপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে সহযোগিতা করা হবে।’
পাঁচ হাজার টাকা দেনমোহরে জুমার নামাজের পর হলের মসজিদে ঢাবি শিক্ষার্থীর বিয়ে
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।