
জুমবাংলা ডেস্ক: টাঙ্গাইলের সখিপুরে সাদিয়া আফরিন তৃণা (তিথী) নামে ১৪ বছরের এক কিশোরী নিখোঁজ হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে উপজেলার ৫ নম্বর ওয়ার্ড থেকে সাদিয়া আফরিন তৃণা নিখোঁজ হয়। এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি।
বৃহস্পতিবার রাতে নিখোঁজের বিষয়ে সখিপুর থানায় একটি সাধারণ ডায়রি করা হয়েছে বলে জানিয়েছেন সাদিয়া আফরিন তৃণার বাবা আরিফুর রহমান।
নিখোঁজ সাদিয়া আফরিন তৃণার বাবা আরিফুর রহমান জুমবাংলাকে বলেন, ‘সাদিয়া আফরিন তৃণা গতকাল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সখিপুরের ৫ নম্বর ওয়ার্ড থেকে নিখোঁজ হয়। সাদিয়া আফরিন ওই দিন সকাল ৭টা ৩০ মিনিটে উপজেলার শাহীন স্কুলের ১ নম্বর শাখায় (জেলখানা মোড় রোড) প্রাইভেট পড়তে বাসা থেকে বের হয়। এরপর থেকে এখন পর্যন্ত তার কোনও খোঁজ পাওয়া যায়নি। সে নবম শ্রেণিতে পড়ে। ওর পড়নে ছিল ধূসর রঙের সুন্নতী বোরখা। আর সাথে ছিল স্কুলব্যাগ। মেয়েটির গায়ের রঙ ফর্সা। তার উচ্চতা ৫ ফুট ২ ইঞ্চি।’
যদি কোনও হৃদয়বান ব্যক্তি নিখোঁজ সাদিয়া আফরিন তৃণার সন্ধান পেয়ে থাকেন দয়া করে নিন্মোক্ত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার বাবা আরিফুর রহমান।
- ০১৭১৬৫৫৫২৮১ (নিখোঁজ সাদিয়া আফরিন তৃণার বাবা আরিফুর রহমান)
- ০১৯২৯০২৫২৪২ (নিখোঁজ সাদিয়া আফরিন তৃণার খালাতো ভাই সজিব)
- ০১৭৬৩৯৫৪৭৯১
- ০১৭৩৪৬৬৭৯৪৯
- ০১৭৯৮৪৭০২৪৭
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।