ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বলেছেন, পাকিস্তান রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ না করলে মানচিত্রে নিজের স্থান ধরে রাখতে পারবে না- এমন কঠোর হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
এই বক্তব্যের কথা শেয়ার করেছে এনডিটিভির প্রতিবেদন। একই দিনে বিমানবাহিনী প্রধান এপি সিংয়ের বক্তব্যের পর জেনারেল দ্বিবেদীর মন্তব্য আরও তীব্র রূপ নেয়।
রিয়েল-টাইম কাঁপানো ভাষায় জেনারেল দ্বিবেদী রাজস্থানের অনুপগড়ে এক সেনা পোস্টে বক্তৃতা দিয়ে বলেন, “পাকিস্তান যদি মানচিত্রে নিজের স্থান ধরে রাখতে চায়, তবে তাকে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাসবাদ বন্ধ করতে হবে।” তিনি সতর্ক করে বলেন, এইবার ভারতীয় সেনারা কোনো সংযম দেখাবে না।
তিনি আরও ইঙ্গিতপূর্ণভাবে বলেন, ইসলামাবাদ যদি সন্ত্রাস রপ্তানি বন্ধ না করে, তবে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় সংস্করণ দূরে নয়। জেনারেল বলেন, “এইবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম, তা বজায় রাখব না। আমরা এমন কিছু করব যা পাকিস্তানকে ভাবাবে, সে ভূগোলে নিজের স্থান ধরে রাখতে চায় কি না।” তিনি সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেন এবং যোগ করেন, “যদি ঈশ্বর চান, শিগগিরই তোমরা একটি সুযোগ পাবে। শুভকামনা।”
এই বক্তব্যের আগেই একই দিনে বিমানবাহিনী প্রধান এপি সিং দাবি করেন, মে মাসে অপারেশন সিঁদুর চলাকালে ভারতীয় সেনারা পাকিস্তানের চার থেকে পাঁচটি যুদ্ধবিমান গুলি করে নামিয়েছিল, যার মধ্যে যুক্তরাষ্ট্রে তৈরি এফ-১৬ এবং চীনের জেএফ-১৭ও রয়েছে। এপি সিং বলেন, “ভারত অপারেশন সিঁদুরে ধ্বংস হওয়া সন্ত্রাসী আস্তানার প্রমাণ বিশ্বকে উপস্থাপন করেছে। ভারত তা না করলে পাকিস্তান সত্য লুকিয়ে রাখত।”
এ ঘটনায় উভয় পক্ষের বক্তব্য আন্তর্জাতিক ও আঞ্চলিক নিরাপত্তা, কূটনীতি এবং ভবিষ্যৎ সামরিক অভিযানের ইঙ্গিতকে জোরালোভাবে তুলে ধরেছে। এনডিটিভির প্রতিবেদনের উদ্ধৃতি অনুযায়ী এই মন্তব্যগুলোকে মনোযোগের দাবি রাখে, কারণ এগুলো উপ-ভূখণ্ডীয় স্থিতিশীলতা ও দ্বিপাক্ষিক উত্তেজনার পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।